Mysepik Webdesk: লখিমপুর খেরি কাণ্ডে উদ্বেগপ্রকাশ সুপ্রিম কোর্টের। ওই ঘটনায় উত্তরপ্রদেশ সরকারকে স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। মামলার পরবর্তী শুনানি আগামিকাল শুক্রবার। লখিমপুরে কৃষকদের হত্যার ঘটনায় অভিযুক্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ছেলে আশিস মিশ্রকে সমন পাঠাল উত্তরপ্রদেশ পুলিশ। উল্লেখ্য, গতকালই লখিমপুর খেরির ঘটনায় সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত মামলা করা হয়। তারই শুনানি ছিল আজ। মামলার শুনানি শোনে প্রধান বিচারপতি এনভি রামানা-র নেতৃত্ব গঠিত ৩ সদস্যের বেঞ্চ।
আরও পড়ুন: স্কুলে ঢুকে এলোপাথাড়ি গুলি, ফের রক্তাক্ত জম্মু-কাশ্মীর
এই ঘটনায় রাজ্যকে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। আশিসকে জেরার জন্য ডেকে পাঠানো হল। তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে সূত্রের খবর। এদিকে, আশিস পাণ্ডে ও লবকুশ রানা নামে দু’জনকে গ্রেফতার করেছে পুলিস। তাঁরা কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের ঘনিষ্ঠ বলে খবর।
আরও পড়ুন: ‘সুবিচার’ তখনই সম্ভব…’, লখিমপুরে গিয়ে মৃতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন রাহুল-প্রিয়াঙ্কা
এদিন বিচারপতির বলেন, ”সবচেয়ে চিন্তার বিষয় হল, এ বিষয়ে সঠিকভাবে কোনও এফআইআর দায়ের হচ্ছে না। সঠিকভাবে ঘটনার তদন্তও করা হচ্ছে না।” আগামী কাল হলফনামায় উত্তরপ্রদেশ সরকারকে বিস্তারিত জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।