ফিঞ্চ-স্মিথের জোড়া সেঞ্চুরি, পাহাড়প্রমাণ লক্ষ্যের সামনে টিম ইন্ডিয়া

Mysepik Webdesk: ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি সিডনিতে চলছে। টস জিতে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ভারতকে ৩৭৫ রানের বিশাল টার্গেট দেয়। অধিনায়ক অ্যারন ফিঞ্চ এবং স্টিভ স্মিথ সেঞ্চুরি করেন। ডেভিড ওয়ার্নার ফিফটি করেছিলেন। অস্ট্রেলিয়া ৬ উইকেট হারিয়ে ৩৭৪ রান করেছে। ওপেনার ফিঞ্চ এবং ডেভিড ওয়ার্নার ১৫৬ রানের ওপেনিং জুটি গড়েন। বড় রানের ভিত ওখানেই তৈরি হয়ে গিয়েছিল। ফিঞ্চ ১২৪ বলে ১১৪ রান করেছিলেন এবং ওয়ার্নার ৭৬ বলে বলে ৬৯ রান করেছেন। এটি ছিল ফিঞ্চের ওয়ানডে কেরিয়ারের ১৭তম এবং ভারতের বিপক্ষে চতুর্থ সেঞ্চুরি।
আরও পড়ুন: ভারত-অস্ট্রেলিয়া: নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে মাঠে ঢুকে আদানি গ্রুপের বিরুদ্ধে প্রতিবাদ
ওয়ার্নার মহম্মদ শামির বলে উইকেটরক্ষক লোকেশ রাহুলের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়ন ফেরেন। এরপরে স্টিভ স্মিথের সঙ্গে দ্বিতীয় উইকেটে ১০৮ রানে পার্টনারশিপ গড়েন অজি দলনায়ক। স্মিথ ৬২ বলে নিজের দশম ওয়ানডে সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি ৬৫ বলে ১০৫ রানের বিধ্বংসী ইনিংস উপহার দেন। যার সুবাদে অজিরা পাহাড়প্রমাণ রান খাড়া করেন স্কোরবোর্ডে।