জেনে নিন পশ্চিমবঙ্গে কোন দফায়, কবে, কোথায় ভোট

Mysepik Webdesk: শুরু হয়ে গেল বাংলা-সহ ৫ রাজ্যের ভোট ঘোষণা। সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশন সুনীল কুমার অরোরা-সহ কমিশনের অন্যান্য কর্তারা। সাংবাদিক বৈঠকে তিনি জানান, কোন কোন রাজ্যে কটি আসন রয়েছে। তিনি জানান, ওই পাঁচ রাজ্যের নির্বাচনে বাংলায় বিধানসভা আসনের সংখ্যা ২৯৪। তামিলনাড়ুতে ২৩৪, কেরালায় ১৪০, অসমে ১২৬ এবং পুদুচেরিতে মোট আসন সংখ্যা ৩০। এছাড়াও মোট বিধানসভা আসন সংখ্যা হল ৮২৪। মোট ভোটার ১৮.৬৮ কোটি। বুখ সংখ্যা ২.৭ লাখ। তিনি আরও জানান, কোন কোন রাজ্যে কত দফায় কবে কবে ভোট হবে।
আরও পড়ুন: ঘোষণা হল পশ্চিমবঙ্গে সাধারণ এবং আইপিএস পর্যবেক্ষকের নাম

মুখ্য নির্বাচন কমিশন সুনীল কুমার অরোরা জানান, আসামে ভোট হবে মোট তিন দফায়। প্রথম দফা ভোট হবে ২৭ মার্চ, দ্বিতীয় দফা ভোট হবে ১ এপ্রিল, তৃতীয় দফা ভোট হবে ৬ এপ্রিল। ভোটগণনা হবে ২ মে। কেরালায় এক দফায় ভোট হবে। আগামী ৬ এপ্রিল ভোট হবে কেরলে। একইসঙ্গে একটি উপনির্বাচন হবে করলে। তামিলনাড়ুতে ৩৮ টি জেলায় ৬ এপ্রিল। ভোট হবে এক দফায়। পুদুচেরিতে ভোটগ্রহণ হবে এক দফায়। ভোটগ্রহণ হবে ৬ এপ্রিল। পশ্চিমবঙ্গে ৮ দফায় হবে নির্বাচন।
আরও পড়ুন: বাংলা-সহ ৫ রাজ্যের ভোট ঘোষণা, জেনে নিন কোন কোন রাজ্যে কত আসন

পশ্চিমবঙ্গে ৮ দফায় হবে ভোটগ্রহণ। প্রথম দফা : ৩০ টি আসনে হবে। ২৭ মার্চ ভোট। (পুরুলিয়া, বাঁকুড়া -১, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর -১, পূর্ব মেদিনীপুর -১)। দ্বিতীয় দফা : ৩০ টি আসনে হবে। ১ এপ্রিল ভোট হবে। (বাঁকুড়া -২, পশ্চিম মেদিনীপুর – ২, পূর্ব মেদিনীপুর – ২, দক্ষিণ ২৪ পরগনা – ১)। তৃতীয় দফা : ৩১ টি আসনে হবে। ৬ এপ্রিল ভোট। চতুর্থ দফা : ৪৪ টি আসনে হবে। ১০ এপ্রিল ভোটগ্রহণ (হাওড়া -২, হুগলি – ২, দক্ষিণ ২৪ পরগনা – ৩, আলিপুরদুয়ার, কোচবিহার)। পঞ্চম দফা : ৪৫ টি আসনে হবে। ১৭ এপ্রিল ভোট (উত্তর ২৪ পরগনা -১, নদিয়া – ১, পূর্ব বর্ধমান -১ , দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি)। ষষ্ঠ দফা : ৪৩ টি আসনে হবে। ২২ এপ্রিল ভোট। (উত্তর ২৪ পরগনা -১, নদিয়া – ১, পূর্ব বর্ধমান -১ , উত্তর দিনাজপুর)। সপ্তম দফা : ৩৬ টি আসনে ভোট। ২৬ এপ্রিল ভোট (মালদহ -১, মুর্শিদাবাদ -১, পশ্চিম বর্ধমান, কলকাতা দক্ষিণ, দক্ষিণ দিনাজপুর)। অষ্টম দফা : ৩৫ টি আসনে ভোট। ভোট হবে ২৯ এপ্রিল (মালদহ -২, মুর্শিদাবাদ -২, কলকাতা উত্তর, বীরভূম)। ফলাফল ঘোষণা হবে ২ মে।