Mysepik Webdesk: কালীপুজোর দু’দিন পর অনুষ্ঠিত হয় ভাইফোঁটা। তিথি অনুযায়ী, এই দিনটি পড়ে কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় দিন। আবার কখনও এই দিনটি শুক্লপক্ষের প্রথম দিনেও পড়ে। শুধু বাঙালিদের নয়, ভাইয়ের দীর্ঘায় কামনা করে এই অনুষ্ঠানটি প্রায় গোটা ভারতবর্ষেই হয়ে থাকে। যেমন, পশ্চিম ভারতে এই উৎসব ‘ভাইদুজ’ নামে পরিচিত। আবার মহারাষ্ট্র, গোয়া ও কর্ণাটকে ভাইফোঁটাকে বলা হয় ‘ভাইবিজ’। ভারত ছাড়াও প্রতিবেশী রাজ্য নেপালেও এই অনুষ্ঠানটি হয়ে থাকে। সেখানে এই অনুষ্ঠানের নাম ‘ভাইটিকা’। এছাড়াও দার্জিলিং-সহ উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলেও এই অনুষ্ঠানটি সংগঠিত হয়।
আরও পড়ুন: ওলা-উবের চালক বার বার আপনার বুকিং বাতিল করছে? রুখে দিন এই পদ্ধতিতে
এবছর ৬ নভেম্বর শনিবার রয়েছে ভাইফোঁটা। ওই দিন ভাইদের দীর্ঘায়ু প্রার্থনা করে বোনেরা যমের দুয়ারে কাঁটা দেবেন। ধান, দূর্বা-সহ ভাইয়ের কপালে বোনের ফোঁটা দেওয়ার পাশাপাশি মিষ্টিমুখ করার মাধ্যমে এই অনুষ্ঠান হয়ে থাকে। পঞ্জিকা মতে, এবছর দ্বিতীয়া তিথি শুরু হচ্ছে ১৮ কার্তিক, শুক্রবার, ১৪২৮। ইংরেজি তারিখ ৫ নভেম্বর, শুক্রবার রাত ১১টা ১৪ মিনিটে। শেষ হচ্ছে ১ ৯ কার্তিক, শনিবার, ১৪২৮। ইংরেজি তারিখ ৬ নভেম্বর, শনিবার সন্ধ্যা ৭টা ৪৪ মিনিটে।