ফের ভারত-পাক সীমান্তে সুড়ঙ্গের সন্ধান

Mysepik Webdesk: ভারত-পাক সীমান্তে পাক-জঙ্গিদের অনুপ্রবেশ রুখতে বদ্ধপরিকর। এই পরিস্থিতিতে শনিবার ফের ভারত-পাক সীমান্তের কাঠুয়া জেলায় লম্বা সুড়ঙ্গের সন্ধান পেয়েছে সীমান্ত নিরাপত্তা বাহিনী বা বিএসএফ। এই নিয়ে গত ১০ দিনের মধ্যে দ্বিতীয়বার এই ধরণের সুড়ঙ্গের সন্ধান পাওয়া গিয়েছে। ভারতীয় বাহিনীর কড়া নজর এড়িয়ে ওই সুড়ঙ্গ দিয়ে অস্ত্র পাচার করার উদ্দেশ্য ছিল জঙ্গিবাহিনীর বলে দাবি করেছে ভারতীয় সেনা। যদিও বিএসএফের কড়া নজরদারির ফলে জঙ্গিদের সেই ছক এবারেই ভেস্তে গেল।
আরও পড়ুন: জানেন অগ্নিকাণ্ডের ফলে কত টাকা ক্ষতি হয়েছে সেরামের?

শনিবার জম্মু-কাশ্মীরের হিরানগর সেক্টরে তল্লাশি অভিযান চালানোর সময় ওই সুড়ঙ্গটি প্রথম দেখতে পান এক বিএসএফ জওয়ান। বিএসএফ সূত্রে খবর, কাঠুয়া জেলার সুড়ঙ্গটি ১৫০ মিটার লম্বা। গভীরতা প্রায় ৩০ ফুট। চওড়ায় ৩ ফুট। পাকিস্তানের দিক থেকে সুড়ঙ্গটি ভারতের সীমান্ত পর্যন্ত খোঁড়া হয়েছে। নজর এড়াতে ভারতের প্রান্তে সুড়ঙ্গের মুখ বালির বস্তা দিয়ে ঢেকে রাখা হয়েছিল। মার্কিং করা হয়েছিল বালির বস্তাগুলি।