Mysepik Webdesk: আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ঘটেছে অগ্নিকাণ্ডের ঘটনা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানাচ্ছে, রাশিয়ার নির্মিত অংশে এই দুর্ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, ওই অংশে মূলত মহাকাশচারীরা বসবাস করেন। বিশেষজ্ঞদের ধারণা, এই প্রথম নয়, ইদানিং আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রের বেশ কয়েকটি অংশেই সম্প্রতি এই ধরণের কয়েকটি ঘটনা ঘটেছে। মূলত মহাকাশ গবেষণা কেন্দ্রটি পুরোনো হয়ে যাওয়ার ফলেই বার বার এই ঘোষণার সম্মুখীন হচ্ছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: ৫ অক্টোবর থেকেই আসছে উইন্ডোজ ১১
কিছুদিন আগেই রাশিয়ার এক মহাকাশ গবেষক সতর্ক করে জানিয়েছিলেন, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের যন্ত্রপাতি এখন পুরনো হয়ে গেছে। ঠিকমতো সেগুলো কাজ করছে না বলেও মত প্রকাশ করেছিলেন ওই গবেষক। গত কয়েক বছরে বাতাস বেরিয়ে যাওয়া, ইঞ্জিন বিকল হয়ে যাওয়া এবং কাঠামোতে ফাটল ধরার ঘটনা ঘটেছে।