মিশরে পোশাক কারখানায় আগুন লেগে হত ২০

Mysepik Webdesk: বৃহস্পতিবার আফ্রিকার দেশ মিশরের একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ২০ জন মারা গেছেন এবং ২৪ জন আহত হয়েছেন। মিশরের রাজধানী কায়রো শহরের কাছে ওবুরে-তে এই দুর্ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে মিশরের ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কাজ করেছে বলে একটি বিবৃতিতে জানানো হয়েছে। চারতলা এই পোশাক কারখানায় কী কারণে আগুন লেগেছে, তা জানা যায়নি এখনও।
আরও পড়ুন: মায়ানমারে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে চলছে ট্যাটু এঁকে প্রতিবাদ

কায়রোতেই গত মাসে ১৩ তলা বিল্ডিংয়ে আগুন লেগেছিল। আগুন নিয়ন্ত্রণে আনতে একদিন সময় লেগেছিল। পরে এই বিল্ডিংটি ভেঙে ফেলা হয়। গতবছরের ডিসেম্বরে ওবুরের একটি বেসরকারি হাসপাতালে আগুন লেগেছিল। এতে সাত জন নিহত হয়েছিলেন। একইভাবে আলেকজান্দ্রিয়ায় একটি হাসপাতালে আগুন লেগে সাতজন রোগী মারা গিয়েছিলেন। আর এবার কায়রো থেকে ৩০ কিলোমিটার দূরে উত্তরপূর্বাঞ্চলের ওবুরে আবার ঘটল ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা।