Mysepik Webdesk: নারদ মামলা অন্তর্বর্তী জামিন পেলেন ফিরহাদ-শোভন-মদন। ২০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করা হয়। শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন পান তাঁরা। দেশ ছাড়তে পারবেন না কেউই, শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর ফিরহাদ-শোভন-মদনের।
আরও পড়ুন: সোদপুরে দোকানে দুষ্কৃতী তান্ডব, আতঙ্কে স্থানীয়রা
নারদ মামলায় কিছুটা স্বস্তি পেলেন তিন হেভিওয়েট। এদিন সকালেই বিচার ভবনে হাজিরা শোভনের, সঙ্গী ছিলেন বৈশাখী। আদালতে হাজিরা দেন মদন, ফিরহাদও। ১ সেপ্টেম্বর ইডি তিন হেভিওয়েটের বিরুদ্ধে চার্জশিট দেয়। এরপর সমন জারি করা হয়। সেই সমনের পর হাজিরা ফিরহাদ, মদন, শোভনের।তিনজনেই অন্তর্বর্তী জামিন পেয়েছেন বলে জানা গেছে। ফিরহাদ হাকিমের কন্যা জানান আইন যা বলেছে সেভাবে কাজ করছি আমরা। আজকে বাবা অন্তর্বর্তী জামিন পেয়েছেন। আবার যখন ডাকা হবে তখনই হাজিরা দেবেন।