ফিট এবং সুস্থ কপিল দেবকে আবার দেখা গেল গল্ফ কোর্সে

Mysepik Webdesk: ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ী প্রথম অধিনায়ক কপিল দেব অ্যাঞ্জিওপ্লাস্টি কাটিয়ে দু’সপ্তাহ পরে গল্ফ কোর্সে ফিরে এসে বেশ খুশি। ক্রিকেটকে বিদায় জানানোর পর থেকেই কপিলকে প্রায়ই দেখা যায় গল্ফ কোর্সে। ‘হরিয়ানার হ্যারিকেন’-এর অন্যতম প্রিয় খেলা এই গল্ফ। ৬১ বছর বয়সি কপিল দেব ক’দিন আগেই জানিয়েছিলেন যে, তিনি চিকিত্সকদের কাছ থেকে ছাড়পত্র পেয়ে খুব শীঘ্রই গল্ফ খেলতে চান এবং বৃহস্পতিবার তাঁকে দিল্লি গল্ফ ক্লাবে গল্ফ খেলতে দেখা গেছে।
আরও পড়ুন: বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের পরিবর্তে সার্বিয়ার বেলগ্রেডে হবে বিশ্বকাপ

টুইটারে প্রকাশিত একটি ভিডিয়ো বার্তায় কপিল বলেন, ”গল্ফ কোর্স বা ক্রিকেট মাঠে ফিরতে যে মজা লাগে, তা আপনি কথায় প্রকাশ করতে পারবেন না। গল্ফ কোর্সে ফিরে আসা, মজা করা এবং বন্ধুদের সঙ্গে খেলা দারুণ অনুভূতি ছিল। এটাই জীবন।” ১৯৯৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর থেকে কপিল নিয়মিত গল্ফ খেলেছেন। বেশ কয়েকটি অপেশাদার টুর্নামেন্টেও অংশ নিয়েছেন তিনি। গত মাসে হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পরে তাঁর জরুরি অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছিল।