শীঘ্রই আরও পাঁচটি রাফাল যুক্ত হচ্ছে ভারতীয় বায়ুসেনাতে

Mysepik Webdesk: জুলাই মাসেই পাঁচটি অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান পৌঁছে গিয়েছে ভারতের হাতে। কয়েকদিন আগেই ভারতের আম্বালা এয়ারবেসে সেগুলিকে ভারতীয় বায়ুসেনাতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবার ফ্রান্সের সঙ্গে চুক্তি অনুযায়ী দ্বিতীয় পর্যায়ে আরও পাঁচটি রাফাল বিমান ভারতের হাতে আসতে চলেছে। জানা গিয়েছে খুব শীঘ্রই ওই পাঁচটি রাফাল ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবে ফ্রান্স। আপাতত তারই প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: UP গণধর্ষণ: ২ সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর মৃত তরুণী
এই মুহূর্তে ভারতের হাতে রয়েছে পাঁচটি রাফাল যুদ্ধবিমান। ফ্রান্স থেকে আরও পাঁচটি রাফাল এসে পৌঁছালে ভারতের হাতে থাকবে মোট দশটি রাফাল যুদ্ধবিমান। সেনা সূত্রের খবর, যে পাঁচটি নতুন রাফাল যুদ্ধবিমান আসছে, সেগুলিকে পশ্চিমবঙ্গের কলাইকুণ্ডা এয়ারবেসে মোতায়েন করা হবে। প্রসঙ্গত ফ্রান্সের কাছ থেকে ভারত প্রায় ৫৮ হাজার কোটি টাকার বিনিময়ে মোট ৩৬ টি রাফায়েল যুদ্ধবিমানের জন্য চুক্তি স্বাক্ষর করেছে। সেই চুক্তি অনুযায়ী আগামী ২০২১ সালের মধ্যেই ভারতের হাতে ৩৬ টি রাফাল এসে পৌঁছাবে।