Mysepik Webdesk: উত্তর প্রদেশের লখিমপুরে আন্দোলনকারী কৃষকদের ওপর গাড়ি চালিয়ে ৮ জন কৃষককে হত্যার ঘটনার প্রতিবাদে দেশজুড়ে একাধিক প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি। তার মধ্যে উল্লেখযোগ্য হল রেল অবরোধ। সংযুক্ত কিষাণ মোর্চার নেতা যোগেন্দ্র যাদব জানিয়েছেন, তিনটি বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে আগামী ১৮ অক্টোবর দেশজুড়ে কৃষকরা এই রেল অবরোধ আন্দোলন চালাবে। ওই দিন তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুত্তলিকা পোড়াবেন।
আরও পড়ুন: পুলিশের সামনে হাজির লখিমপুর কাণ্ডে অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে আশিষ মিশ্র
এদিকে লখিমপুরের ঘটনায় উত্তর প্রদেশের ক্রাইম ব্রাঞ্চের দফতরে হাজিরা দিলেন মন্ত্রী-পুত্র আশিষ মিশ্র। গতকাল সুপ্রিম কোর্ট তাঁকে কেন গ্রেফতার করা হয়নি তা নিয়ে উত্তর প্রদেশ সরকারকে তীব্র ভর্ৎসনা করেছে। তারপরেই গত বৃহস্পতিবার আশিস মিশ্রর বাড়ির সামনে তাঁকে হাজিরা দেওয়ার নোটিস দেওয়া হয়। লখিমপুর কাণ্ডে অন্যতম অভিযুক্ত, কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে ঘটনার দিন তিনিই গাড়িতে পিষে ৮ জনকে মেরেছিলেন বলে অভিযোগ। তাঁর বিরুদ্ধে এফআইআরও দায়ের করেছে পুলিশ। তারপরেই দীর্ঘ ৫ দিন নিখোঁজ থাকার পর আজ নিজেই উত্তর প্রদেশ পুলিশের ক্রাইম ব্রাঞ্চের দফতরে হাজিরা দিলেন তিনি। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে ক্রাইম ব্রাঞ্চের পুলিশ।