নেগেটিভ কোভিড রিপোর্ট আনেননি, ৫ ভারতীয় তিরন্দাজকে বাদ দেওয়া হল অলিম্পিক স্কোয়াড থেকে

Mysepik Webdesk: কথা ছিল তিরন্দাজদের নেগেটিভ কোভিড রিপোর্ট নিয়ে আসতে হবে। কিন্তু তিরন্দাজরা তা করেননি। এরজন্য মূল্য চোকাতে হল তাঁদের। চারজন আন্তর্জাতিক তিরন্দাজ-সহ পাঁচ জন তিরন্দাজকে টোকিও অলিম্পিক স্কোয়াডের বাইরে রাখা হল এরজন্য। মঙ্গলবার থেকে জামশেদপুরে শুরু হয়েছিল তিরন্দাজির ট্রায়াল। উক্ত ট্রায়ালে অংশ নিতে দেওয়া হয়নি এই পাঁচ তিরন্দাজকে। উল্লেখ্য যে, পাঁচ তিরন্দাজ অসমের বাসিন্দা। অলিম্পিক দলে যোগদানের এটিই তাঁদের শেষ সুযোগ ছিল। ভারতীয় দলের হয়ে খেলা সঞ্জয় বোরো, ধনঞ্জয় বসুমত্রী, মুকেশ বোরো, প্রমিলা ডিমারি, সোনালি বসুমত্রী ট্রায়ালে যখন অংশ নিতে পৌঁছেছিলেন, তাঁদের কোনও কোভিড রিপোর্ট ছিল না। এদিকে আর্চারি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ইতিমধ্যে পরিষ্কার করে দিয়েছিল নেগেটিভ কোভিড রিপোর্ট নিয়ে আসার কথা। নিয়ম না মানার কারণে তাঁদের ট্রায়ালে অংশ নিতে দেওয়া হয়নি।
আরও পড়ুন: জাপানে করোনা সংক্রমণের ঘটনা বাড়লেও টোকিওর গভর্নর আশাবাদী সুরক্ষিতভাবেই হবে অলিম্পিক

যদিও আরও কিছু তিরন্দাজ তাঁদের সঙ্গে কোভিড রিপোর্ট আনেননি। তবে একদিন আগে তাঁরা ট্রায়াল ক্যাম্পে চলে এসেছিলেন। সে-কারণে তাঁরা সেখানে আরটি-পিসিআর টেস্ট করে নেগেটিভ রিপোর্ট জমা দিতে পেরেছেন। অন্যদিকে, একজন তিরন্দাজ তাঁর অনুপস্থিতির কারণ জানাননি এবং দু’জন অসুস্থ থাকায় ট্রায়ালে অংশ নিতে পারেননি। ৩৬ পুরুষ এবং ১৩ মহিলা তিরন্দাজ ট্রায়ালে অংশ নিয়েছিলেন। প্রথম দিন, আর্মির বিনোদ সোয়ানসি ১৩৩১ স্কোর করে প্রথম হন। মহিলাদের মধ্যে হরিয়ানার সঙ্গীতা প্রথম হয়েছেন। জুনিয়র বিশ্বচ্যাম্পিয়ন কোমালিকা বারী তৃতীয় স্থান অর্জন করেছেন। খ্যাতনামা তিরন্দাজ এশিয়ান গেমসের পদকপ্রাপ্ত মঙ্গল সিং চান্দিয়া ১৯তম, রাহুল বন্দ্যোপাধ্যায় ৩৬তম, জগদীশ চৌধুরি ১৩তম এবং অতুল ভার্মা সপ্তম স্থানে রয়েছেন।