আপাতত শীতের প্রথম ইনিংসের ব্যাটিং শেষ, বাড়ল তাপমাত্রা

Mysepik Webdesk: আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী একলাফে প্রায় ৩ ডিগ্রি বাড়ল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। হাওয়া দফতর আগেই জানিয়েছিল যে, ঘূর্ণিঝড় ‘নিভার’-এর সরাসরি কোনও প্রভাব রাজ্যে না পড়লেও তার পরোক্ষ প্রভাবে পড়বে। সেইমতো বৃহস্পতিবার মেঘের আস্তরণ পুরু হতে শুরু করে। ফলে সবে দু’দিন ধরে বাংলায় যে ঠান্ডার আমেজ পাওয়া শুরু হয়েছিল, তাতে সাময়িক ছেদ পড়ল। ফলে ঠান্ডার আমেজ পেতে রাজ্যবাসীকে তাকিয়ে থাকতে হবে ডিসেম্বরের দিকেই। ঘূর্ণিঝড়ের কাঁটা না থাকলে এই দফায় আরও খানিকটা তাপমাত্রা কমতে পারত, মত আবহবিদদের।
আরও পড়ুন: প্রাথমিকে শিক্ষক নিয়োগের আবেদন শুরু ২৫ নভেম্বর থেকে

বৃহস্পতিবার আকাশে মেঘের আস্তরণ দেখেই হাওয়া দপ্তর তাপমাত্রা বাড়ার আভাস দিয়ে রেখেছিল। কাল কলকাতার তাপমাত্রা ছিল ১৭.৬। আজ তা বেড়ে ২০.২। ভোরে শীত শীত ভাব থাকলেও রোদ উঠলেই বাড়বে গরম। তবে রবিবার থেকে শহরে আবার তৈরি হবে শীতের আবহ। সোমবার থেকে একটু একটু করে আবার কমবে রাতের (সর্বনিম্ন) তাপমাত্রা।