৬৭ বছরে প্রথমবার মার্কিন যুক্তরাষ্ট্রে কোনও মহিলার মৃত্যুদণ্ড কার্যকর

Mysepik Webdesk: ঘটনাবহুল মার্কিন যুক্তরাষ্ট্র। ইদানীং দেশটিতে এমন কিছু ঘটছে, যা খবরের শিরোনামে জায়গা পেয়ে যাচ্ছে। এমনই এক ঘটনা ঘটল যুক্তরাষ্ট্রে। মধ্য প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এই দেশটিতে ৬৭ বছর পর কোনও মহিলার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তার নাম লিসা মন্টগোমেরি। ২০০৭ সালে ববি জো স্টিনেট নামক এক ৮ মাসের অন্তঃসত্ত্বাকে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিল এই মহিলা। উল্লেখ্য যে, ১৯৫৩ সালের পর এই প্রথম কোনও মহিলাকে মৃত্যুদণ্ড দেওয়া হল দেশটিতে।
আরও পড়ুন: হিংসায় উসকানি, অভিশংসিত হয়ে মুখে কুলুপ ডোনাল্ড ট্রাম্পের

বিবিসির এক রিপোর্টে বলা হয়েছে যে, মন্টগোমেরির আইনজীবীদের দাবি ছিল, তাঁদের মক্কেল মানসিকভাবে সুস্থ নয়। সেই কারণে তাকে যেন মৃত্যুদণ্ড না দেওয়া হয়। তবে বুধবার আদালতের পাশা মন্টগোমেরির বিপক্ষেই পড়ে। স্থানীয় সময় রাত দেড়টায় বিষাক্ত ইনজেকশন দিয়ে মৃত্যু নিশ্চিত করা হয় মন্টগোমেরির। উল্লেখ্য যে, ২০০৪ সালে লিসা মন্টগোমেরি মিসৌরিতে ববি জো নামক এক অন্তঃসত্ত্বার বাড়িতে যায়। সেখানেই ওই অন্তঃসত্ত্বাকে নৃশংসভাবে হত্যা করে মন্টগোমেরি। ছুরি দিয়ে অন্তঃসত্ত্বার পেট চিরে বাচ্চা বের করে গলা টিপে স্টিনেটকে খুন করে সে।