আপাতত নিস্তার নেই শীতের হাত থেকে, জারি শৈত্যপ্রবাহের সতর্কতা

Mysepik Webdesk: একেই শীতের দাপটে ত্রাহি ত্রাহি অবস্থা, অন্যদিকে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে আরও কয়েকদিন চলবে শীতের দাপট। শুধু তাই নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও জারি করা হয়েছে শৈত্যপ্রবাহের কমলা সতর্কতা। সেই কারণে বয়স্ক এবং শিশুদের বাড়ির বাইরে যাওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতেও বলা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এমনিতেই কলকাতা ও জেলাগুলিতে ফেব্রুয়ারী মাসেও প্রবল ঠান্ডা অনুভূত হচ্ছে। অন্যদিকে হিমালয়ের বিভিন্ন এলাকায় আরও তুষারপাতের সম্ভাবনা রয়েছে, ফলে আরও কয়েকদিন বাড়বে ঠাণ্ডা।
আরও পড়ুন: নবদ্বীপের তীর্থেন্দু কবিতা লিখে জায়গা করে নিলেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডে

আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত শীতের হাত থেকে আরও কিছুদিন রেহাই নেই, কারণ আফগানিস্তানের ওপর নতুন একটি পশ্চিমি ঝঞ্ঝা তৈরি হয়ে রয়েছে। ওই ঝঞ্ঝার প্রভাবে হিমালয় এলাকায় বরফ পড়ছে। সেখান থেকেই ঠান্ডা হাওয়া নেমে আসছে সমতলে, ফলে বাড়ছে ঠান্ডা। অন্যদিকে উত্তর ভারতের রাজ্যগুলিতে যেমন পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তর রাজস্থান, উত্তর পশ্চিম মধ্য প্রদেশ, পশ্চিম উত্তরপ্রদেশ ও দিল্লিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদদের মতে পশ্চিমি ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরের খাঁড়িতে নিম্ন হাওয়ার মিলনের ফলেই এই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি।