Mysepik Webdesk: রবিবার দুবাইয়ে অনুষ্ঠিত হওয়া টি-২০ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে নামছে ভারত। ভারতীয় সময় সন্ধ্যে সাতটায় রয়েছে সেই ম্যাচ। তবে, গত রবিবার পাকিস্তানের সঙ্গে ভারতের হারের দুঃস্বপ্ন কাটিয়ে নতুন রূপে ফিরতে চলেছে ভারতীয় টিম। শুধু তাই নয়, নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচে নিউজিল্যান্ডকে ভারত হারাবেই, এমনটাই মনে করছেন BCCI প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।
আরও পড়ুন: পাকিস্তান ক্রিকেট দলের কোচ হতে পারেন গ্যারি কার্স্টেন
সৌরভের মতে, কোনও টুর্নামেন্টে এক-আধটা ম্যাচ খারাপ খেলতেই পারে, তবে সেটা নিয়ে এত চিন্তার কোনও কারণ নেই। তাঁর কথায়, ভারতীয় ক্রিকেট টিম এই মুহূর্তে অনেক ভাল পরিস্থিতিতেই রয়েছে। দলের জেতার মধ্যেও ধারাবাহিকতাও রয়েছে। সৌরভ জানান, “আমি নিশ্চিত যে নিউজিল্যান্ড ম্যাচে আমরা খুব ভাল খেলব। আর আমরা নিউজিল্যান্ডকে হারিয়েও দেব।”