না ফেরার দেশে অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ

Mysepik Webdesk: অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ সোমবার পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি রেখে গেলেন স্ত্রী, পুত্র, কন্যা, পুত্রবধূ এবং নাতনিকে। কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে উঠলেও গগৈ ২ নভেম্বর নভেম্বর দ্বিতীয়বার গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (জিএমসিএইচ) আইসিইউতে ভর্তি হন।
আরও পড়ুন: হাথরসকাণ্ডের তদন্তে তৎপরতা বাড়াল সিবিআই

জিএমসিএইচে তিনি ভেন্টিলেশনে ছিলেন। তাঁর একাধিক অঙ্গপ্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দিয়েছিল। চিকিৎসকদের অনেক চেষ্টার পরও এদিন সন্ধ্যা ৫টা ৩৪ মিনিটে এই বর্ষীয়ান রাজনীতিবিদ শেষনিশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
১৯৩৪ সালের ১১ অক্টোবর জন্মগ্রহণ করা তরুণ গগৈ ২০০১ থেকে ২০১৬ সাল পর্যন্ত অসমের মুখ্যমন্ত্রী ছিলেন। দীর্ঘ পনেরো বছর রাজ্যের দীর্ঘতম দায়িত্ব পালনকারী মুখ্যমন্ত্রী তিনিই। ভারতীয় জাতীয় কংগ্রেস নেতা এই রাজ্যে টানা তিনটি নির্বাচনে জয়ী হয়েছিলেন। তিনি প্রাথমিক পড়াশোনা করেছিলেন ২২ নম্বর রঙ্গজান নিম্ন বুনিয়াদি বিদ্যালয় থেকে করেছেন। ১৯৬৩ সালে অসমের গুয়াহাটি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি সম্পন্ন করেছিলেন।