না ফেরার দেশে ইংল্যান্ডের প্রাক্তন গোলরক্ষক রে ক্লেমেন্স

Mysepik Webdesk: লিভারপুল, টটেনহ্যাম এবং ইংল্যান্ডের প্রাক্তন গোলরক্ষক রে ক্লেমেন্স রবিবার ৭২ বছর বয়সে অনন্তলোকে যাত্রা করেছেন। ক্লেমেন্সের স্ত্রী ছাড়াও তাঁর পরিবারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। তাঁর প্রজন্মের ইংল্যান্ডের অন্যতম সেরা গোলরক্ষক ছিলেন ক্লেমেন্স। তিনি তিনটি ইউরোপীয় কাপ ছাড়াও লিভারপুলের সঙ্গে পাঁচটি শীর্ষস্তরের লিগ খেতাব অর্জন করেছিলেন।
আরও পড়ুন: জাতীয় ক্রীড়া মন্ত্রকের অধীনে থাকবে না ন্যাশনাল ডোপ টেস্টিং ল্যাবরেটরি
ক্লেমেন্স ইংল্যান্ডের হয়ে ৬১ ম্যাচ খেলেছিলেন। তিনি লিভারপুল দলের একটি অংশ ছিলেন। লিভারপুল ১৯৭৭ থেকে ১৯৮১ সালের মধ্যে জিতেছিল দু’টি উয়েফা কাপ, একটি এফএ কাপ এবং দ্য লিগ কাপ জিতেছিল। সেই ইউরোপ সেরা লিভারপুল দলের গোলকিপার ছিলেন ক্লেমেন্স। তাছাড়াও টটেনহ্যামের হয়েও তিনি একটি উয়েফা এবং লিগ কাপের শিরোপাও জিতেছিলেন।
