Mysepik Webdesk: জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে রবিবার বলেছেন, তাঁর দেশের উচিত দীর্ঘদিনের একটি নিষেধাজ্ঞা ভেঙে পারমাণবিক অস্ত্র নিয়ে সক্রিয় বিতর্ক শুরু করা। আবে ন্যাটোর মতো সম্ভাব্য ‘নিউক্লিয়ার শেয়ারিং’ কর্মসূচির কথা বলেছেন। ইউক্রেনে রাশিয়ার হামলার মধ্যে আবের মন্তব্যকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ধ্বংস হয়ে গেল বিশ্বের বৃহত্তম বিমান
টিভি প্রোগ্রামে আবে বলেন, “জাপান পারমাণবিক অস্ত্রের বিস্তার নিয়ন্ত্রণ চুক্তিতে স্বাক্ষর করেছে এবং তিনটি অ-পরমাণু নীতি রয়েছে। তবে বিশ্ব কীভাবে নিরাপদ হতে পারে, তা নিয়ে কথা বলতে নিষেধ নেই।” আবে ২০২০ সালে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলেন। তবে তিনি এখনও ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে খুব প্রভাবশালী।
আরও পড়ুন: রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলার দায়ের ইউক্রেনের
জাপান টাইমসের মতে, আবে বলেছেন যে, ইউক্রেন যদি সোভিয়েত ইউনিয়ন ছাড়ার সময় নিরাপত্তা গ্যারান্টি হিসাবে কিছু পারমাণবিক অস্ত্র রাখত, তবে এটি রাশিয়ার আক্রমণের সামনে পড়তে হত না তাদের। আবে বলেন, সরকার প্রতিনিয়ত বলছে এশিয়ায় নিরাপত্তার পরিবেশ খারাপ হচ্ছে। এর মধ্যে রয়েছে চিনের ক্রমবর্ধমান আগ্রাসন এবং উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি।