Mysepik Webdesk: বিজেপি থেকে বহিষ্কৃত উত্তরাখণ্ডের প্রাক্তন মন্ত্রী হরক সিং রাওয়াত কংগ্রেসে যোগ দিয়েছেন। হরিশ রাওয়াতের উপস্থিতিতে ফের কংগ্রেসে যোগ দিয়েছেন হরক সিং রাওয়াত। হরক সিং রাওয়াতের পাশাপাশি তাঁর জামাইও যোগ দিয়েছেন কংগ্রেসে। কংগ্রেসে যোগদানের পরে হরক সিং রাওয়াত জানিয়েছেন, তিনি ২০ বছর ধরে কংগ্রেসের হয়ে লড়াই করেছেন। আবারও কংগ্রেসকে শক্তিশালী করতে যোগ দোলে যোগ দিয়েছেন তিনি। তিনি আরও জানিয়েছেন, কংগ্রেসে যোগ দেওয়ার কোনও শর্ত নেই। নিঃশর্তভাবে যোগ দিয়েছেন।
আরও পড়ুন: কর্নাটকে উইকএন্ড কারফিউ তুলে দেওয়া হল
জানা গেছে, শৃঙ্খলাভঙ্গের কারণে দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কৃত হয়েছেন হরক সিং রাওয়াত। পাউরি গাড়ওয়াল জেলার কোটদ্বার বিধানসভা আসনের বিধায়ক রাওয়াত তাঁর আসন পরিবর্তনের পাশাপাশি পুত্রবধূ অনুকৃতির জন্য বিজেপির টিকিট চেয়েছিলেন। উল্লেখ্য, উত্তরাখণ্ডের ৭০টি বিধানসভা আসনের জন্য ১৪ ফেব্রুয়ারি একক দফায় নির্বাচন হওয়ার কথা।