Mysepik Webdesk: ভারত-পাকিস্তানের মধ্যে ক্রিকেট ম্যাচ দেখার অপেক্ষায় থাকেন সমর্থকরা। তবে, রাজনৈতিক কারণে এই দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ ২০১৩-র পর আর হয়নি। এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলকে ময়দানি ব্যাটে-বলের লড়াইয়ে এখন কেবল দেখা যায় আইসিসির টুর্নামেন্টে। তবে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা এই দুই দলের সিরিজ আয়োজনের ব্যাপারে বেশ নাছোড়বান্দা হয়ে উঠেছেন। যদিও ভারত-পাক নিয়মিত সিরিজ আয়োজনের আগেও আয়োজিত হতে পারে ভারত এবং পাকিস্তানকে নিয়ে একটি চারদেশীয় টুর্নামেন্ট। এমনটাই খবর।
আরও পড়ুন: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে জয় টিম ইন্ডিয়ার
জানা গিয়েছে, আইসিসির পরবর্তী মিটিংয়ে পিসিবি সভাপতি আইসিসি, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)-এর ইভেন্ট এবং আইসিসি ফিউচার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি)-এর বাইরে গিয়ে চার দেশীয় টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দিতে চলেছেন।
আরও পড়ুন: বিরাটের ৭৯-কে ‘সেঞ্চুরির চেয়েও বেশি’ বলছেন বিশেষজ্ঞরা
আরও জানা গিয়েছে, ভারত-পাকিস্তান ছাড়া আরও দু’টি দলের পছন্দের তালিকায় রয়েছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। তাছাড়াও টুর্নামেন্টটি আয়োজনের প্রস্তাব দেওয়া হবে নিরপেক্ষ ভেন্যুতে বলেও সূত্রের খবর। এই প্রস্তাবে আইসিসির প্রতিক্রিয়া কী, তা সময়েই জানা যাবে।