অনুপ্রবেশ আটকাতে গিয়ে কাশ্মীরে জঙ্গিদের গুলিতে মৃত এক অফিসার সহ চার নিরাপত্তাকর্মী

Mysepik Webdesk: জম্মু কাশ্মীরের মাচিল সেক্টরে জঙ্গিদের গুলিতে প্রাণ হারালেন এক সেনা অফিসার। জানা গিয়েছে, তিনি জঙ্গি অনুপ্রবেশ রুখতে গিয়ে শহীদ হয়েছেন। পাশাপাশি জঙ্গিদের গুলি লেগে আরও তিনজন সেনা প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে একজন বিএসএফ জওয়ানও রয়েছেন। উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার মাছিল সেক্টরে শনিবার গভীর রাতে ঘটেছে এই ঘটনা। নিয়ন্ত্রণরেখা পেরিয়ে জঙ্গিরা ভারতীয় ভূখণ্ডে ঢুকতে গেলে ভারতীয় সেনা বাধা দেয়। সেখানেই সঙ্গে গুলিবিনিময়ের ভারতীয় সেনার চারজন শহীদ হন। খতম হয় দুই জঙ্গিও।
আরও পড়ুন: বিহার এক্সিটপোলের রিপোর্ট, দেখে নিন একনজরে

শ্রীনগরে সেনা মুখপাত্র রাজেশ কালিয়া জানিয়েছেন, রাত একটা নাগাদ বিএসএফ-এর একটি টহলদারি দল লক্ষ করেন যে নিয়ন্ত্রণরেখা বরাবর কয়েকজনকে সন্দেহজনক ব্যক্তি নিয়ন্ত্রণরেখা থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে বসানো বেড়া টপকে ভারতে ঢোকার চেষ্টা করছে। বিএসএফ জওয়ানরা তাদের বাধা দিতে গেলেই সেনাদের লক্ষ করে তারা গুলি চালাতে থাকে। তারপরেই শুরু হয় দু’ পক্ষে গুলির লড়াই। চলে ভোর ছাড়তে পর্যন্ত। ৬ জন জঙ্গির একটি দল ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করছিল।