শুধুমাত্র চিকিৎসক-স্বাস্থ্যকর্মী নয়, পশ্চিমবঙ্গের সব মানুষকেই বিনামূল্যে কোভিড ভ্যাকসিন

Mysepik Webdesk: আগামী ১৬ জানুয়ারী থেকে দেশজুড়ে শুরু হতে চলেছে করোনা টিকাকরণ। শনিবার প্রধানমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছেন। আর সেই কারণেই আগামী সোমবার টিকাকরণ নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে একটি বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি টিকাকরণের বিষয়ে কতটা প্রস্তুত রয়েছে, সেই বিষয়টি খতিয়ে দেখতেই এই বৈঠক বলে মনে করছেন বিশেষজ্ঞমহল।
আরও পড়ুন: দঃ কলকাতার নতুনপাড়ায় পল্লিবাসীদের উদ্যোগে আয়োজিত হল রক্তদান

ইতিমধ্যেই চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের মোবাইলে মেসেজের মাধ্যমে বার্তা পাঠানো শুরু করেছে রাজ্য সরকার। সেই বার্তায় তাঁদের বিনামূল্যে করোনার টিকা দেওয়ার কথা জানানো হয়েছে। তবে সূত্রের খবরে জানা গিয়েছে, শুধুমাত্র স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, করোনাযোদ্ধারাই নয়, রাজ্যের সকল মানুষকে বিনামূল্যে করোনার টিকা দিতে চান বলে ইচ্ছা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনীতিবিদদের মতে, বিধানসভা ভোটের কথা মাথায় রেখেই রাজ্যের সব মানুষকেই বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কথা ভেবেছেন মুখ্যমন্ত্রী। বলে রাখা ভালো যে, বিহার নির্বাচনের সময় বিজেপি ঘোষণা করেছিল, ক্ষমতায় এলেই বিনামূল্যে সমগ্র বিহার বাসীকে ভ্যাকসিন দেওয়া হবে। আর সেই রাস্তায় হেঁটেই করোনা ভ্যাকসিন বিনামূল্যে দিতে চাইছেন বাংলার মুখ্যমন্ত্রী।