স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় এবার ভেলোরেও পাওয়া যাবে বিনামূল্যে চিকিৎসার সুযোগ

Mysepik Webdesk: চিকিৎসার কারণে ইদানিং অনেক বাঙালিই ভেলোরে যাওয়া পছন্দ করেন। প্রতি বছর একটা বড় সংখ্যক বাঙালিকেই দেখা যায় পরিবারের কারোর চিকিৎসা করাতে ভেলোরে যেতে। এবার সেই মানুষের পাশে দাঁড়াল রাজ্য সরকার। স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় চলে এল ভেলোর সিএমসি। অর্থাৎ এবার থেকে স্বাস্থ্যসাথীর আওতায় থাকা যে কেউই ভেলোরে গিয়ে বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাবেন।
আরও পড়ুন: শান্তিপুরের বড় অদ্বৈত অঙ্গনে শারদীয়ায় পূজিতা হন দেবী কাত্যায়নী
জানা গিয়েছে, গত ৬ অক্টোবর থেকে এই প্রকল্পে নাম নথিভুক্ত করার কাজ চলছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক না হওয়া পর্যন্ত এখন সেখানে চিকিৎসা করাতে যাওয়ার পরিস্থিতি নেই। তবে আগামী দিনে পরিস্থিতি স্বাভাবিক হলে সেখানে এই সুবিধা পাওয়া যাবে। তবে নাম নথিভুক্তকরণের কাজ চলবে। জানা গিয়েছে, শুধু ভেলোর নয়, আগামী দিনে দিল্লির এমসের সঙ্গেও গাঁটছড়া বাঁধতে চলেছে রাজ্য সরকার। এর ফলে ভেলোরের মতো এমসেও এই প্রকল্পের আওতায় রাজ্যবাসী বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাবেন।