আগামী ১ জানুয়ারী থেকে জিও থেকে যেকোনও নেটওয়ার্কে বিনামূল্যে আনলিমিটেড কলিং

Mysepik Webdesk: নতুন বছরের শুরুতে নতুন চমক রিলায়েন্স জিওর। এবার জিও থেকে অন্যান্য নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা দিতে চলেছে জিও। সমস্ত ডমেস্টিক ভয়েস কলের ইন্টারকানেক্ট ইউসেজ চার্জ নেওয়া বন্ধ করার কথা ঘোষণা করেছে মুকেশ আম্বানির এই টেলিকম সংস্থা। ২০১৯ সালে জিও থেকে ভারতের যেকোনও মোবাইল নেটওয়ার্কে কল করার ক্ষেত্রে নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছিল জিও। সেক্ষেত্রে জিও থেকে ১২৯ টাকা, ১৪৯ টাকা, ১৯৯ টাকা এবং ৫৫৫ টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যানে জিও অন্যান্য নেটওয়ার্কে কলের ক্ষেত্রে ফ্রি মিনিটস অফার করত। এবার সেই ব্যবস্থা তুলে নিল জিও।
আরও পড়ুন: এবার জিও রিচার্জ করলেই মিলবে নেটফ্লিক্স, প্রাইম ভিডিও ও হটস্টারের ফ্রি সাবসক্রিপশন

এতদিন পর্যন্ত শুধুমাত্র জিও থেকে জিওতে আনলিমিটেড কলের ব্যবস্থা ছিল। ২০১৯ সালের সেপ্টেম্বর মাস থেকে Bill & Keep সিস্টেম চালু করার দিনক্ষণ বাড়িয়ে ২০২০ সালের ১ জানুয়ারি করে দেয় টেলিকম রেগুলেটরি অথোরিটি অফ ইন্ডিয়া (TRAI)। তার পর থেকেই জিও তাদের ব্যাবহারকারীদের কাছ থেকে অফ-নেট ভয়েস কলের জন্য চার্জ করতে শুরু করে। তবে ইদানিং জিও তাদের গ্রাহকদের কাছ থেকে IUC চার্জ বন্ধ করার কথা জানায়। সেইমতো আগামী ১ জানুয়ারী থেকে অন্যান্য নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা দিতে চলেছে জিও।