এবার থেকে ট্রেন ছাড়ার পাঁচ মিনিট আগেও পাওয়া যাবে রির্জাভেশন টিকিট, দেখে নিন রেলের আরও কিছু নতুন নিয়ম

Mysepik Webdesk: করোনা আবহে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে রেলের পরিষেবা। তবে আনলক পর্যায়ে ধীরে ধীরে দেশ কিছু স্পেশাল ট্রেনের পরিষেবা দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে ট্রেনের টিকিট কাটা-সহ বেশকিছু ক্ষেত্রে নিয়মের পরিবর্তন আনা হয়েছে। বদল করা হয়েছে বেশ কিছু নিয়মেরও। ভারতীয় রেল সূত্রে জানানো হয়েছে, এবার থেকে আর আগেভাবে টিকিট কাটার প্রয়োজন নেই। ট্রেন ছাড়ার পাঁচ মিনিট আগেও ট্রেনের সংরক্ষিত টিকিট কাটা যাবে।
আরও পড়ুন: ভারতীয় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ শীর্ষপদে এবার বাঙালি কন্যা
সংরক্ষিত টিকিট কাটা ছাড়াও আরও কিছু ক্ষেত্রে নিয়মের বদল করা হয়েছে। জানা গিয়েছে, ট্রেন ছাড়ার নির্ধারিত সময়ের ৩০ মিনিট থেকে ৫ মিনিটের মধ্যে দ্বিতীয় সংরক্ষণ তালিকা প্রস্তুত করা হবে। আর এই তালিকা প্রস্তুত না হওয়া পর্যন্ত ট্রেনের টিকিট কাটা যাবে। অন্যদিকে টিকিট বাতিলের ক্ষেত্রে নতুন নিয়ম অনুযায়ী এই সময় টিকিট বাতিল করাও যাবে। মহামারির জন্য সময় অনেক বদলে গিয়েছে তাই অনলাইনেই টিকিট বুক করা যাবে।