এবার থেকে নগদ টাকা ছাড়াই ট্রামে ভ্রমণ করা সুযোগ শহরবাসীর কাছে

Mysepik Webdesk: কলকাতা ট্রামে জুড়লো নতুন পালক। এবারে থেকে নগদ টাকা ছাড়াই ট্রামে ভ্রমণ করা সুযোগ পাবেন শহরবাসী। ওয়েস্টবেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন ট্রামকে চাঙ্গা করতে এবারে ক্যাশলেস-এর সুবিধে নিয়ে আসলো। সেই উদেশ্যেই ফোন পের সঙ্গে গাঁটছাড়া বাঁধলেন ওয়েস্টবেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন।
আরও পড়ুন: বেআইনি মাদক পাচারের জন্য গ্রেফতার বিজেপির যুব নেত্রী পামেলা গোস্বামী
এবার থেকে ট্রামে ছোড়ে আর টিকিট কাটতে হবে না, কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করলেই হবে। বর্তমান পরিস্থিতির কথা চিন্তাভাবনা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল অর্থাৎ ২০ ফেব্রুয়ারী থেকে রাজারহাট রুটে প্রথম চালু হচ্ছে এই কিউআর কোড স্ক্যান করে ট্রামে ভ্রমণের সুবিধে। তবে মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে শহর কলকাতার সমস্ত ট্রামে ফোন পের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে যাত্রা করা যাবে বলে জানিয়েছেন ওয়েস্টবেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন এর ম্যানেজিং ডিরেক্টর রাজন বীর সিং কাপুর।
আরও পড়ুন: অভিষেকের দায়ের করা মামলায় অমিত শাহকে আদালতে হাজিরার নির্দেশ
তবে এই প্রথম নয়, এর আগেও ট্রামে চড়ার জন্য শহরবাসীর কাছে ফ্রি ওয়াইফাই, লাইব্রেরী মিউজিক সিস্টেমের মত বহু সুবিধে নিয়ে হাজির হয়েছে ওয়েস্টবেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন। কলকাতার মানুষ যেন কোনভাবেই কলকাতার ঐতিহ্য ট্রাম কে ভুলে না যায় তার জন্য বিভিন্ন রকম ব্যবস্থা করা হচ্ছে। আর তার মধ্যেই নতুন সংযোজন হল ফোন পে। আজ শুভ উদ্বোধন হল। আগামীকাল থেকেই এই সুবিধে পেতে চলেছে শহরবাসী।