এবার থেকে প্রতি সপ্তাহেই পরিবর্তন হাতে পারে রান্নার গ্যাসের দাম, নিয়ম বদলের প্রস্তাব

Mysepik Webdesk: আন্তর্জাতিক বাজারে প্রতিদিন জ্বালানির দাম বাড়ে। আর সেই দামের সঙ্গে সঙ্গতি রেখে প্রতিদিন নির্ধারিত হয় পেট্রল-ডিজেলের দাম। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কোনও প্রভাব নেই। কিন্তু রান্নার গ্যাসের ক্ষেত্রে প্রতি মাসে সিলিন্ডারের দাম পরিবর্তন করে তেল কোম্পানিগুলি। সাধারণত প্রতি মাসের ১ তারিখ নতুন দাম ঘোষণা করা হয়। তবে আগামী বছর থেকে প্রত্যেক সপ্তাহের প্রথম দিনে এলপিজি সিলিন্ডারের দাম স্থির করতে চাইছে তেল কোম্পানিগুলি। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের কাছে এই প্রস্তাব দিয়েছে তারা।
আরও পড়ুন: চিনা নাগরিকদের ভারতে প্রবেশের পথ বন্ধ করল মোদি সরকার

দেশের তেল কোম্পানিগুলোর মতে প্রত্যেক সপ্তাহে এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তন হলে একবারে অনেক টাকা দাম বাড়ানোর বা কমানোর প্রয়োজন হবে না। ফলে দামের সামান্য পরিবর্তন সাধারণ মানুষকে সেভাবে প্রভাবিত করবে না। তবে রান্নার গ্যাসের সঙ্গে যেহেতু সরাসরি সাধারণ মানুষের হেঁশেল জড়িয়ে আছে, তাই এই বিষয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছানোর আগে সবদিক খতিয়ে দেখতে চাইছে তেল সংস্থাগুলি। পাশাপাশি সাধারণ মানুষ এই বিষয়টিকে কীভাবে নেবে, সেটাই খতিয়ে দেখতে চাইছে কেন্দ্রীয় সরকার। তাই সবদিক বিচার বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে মনে করা হচ্ছে।