‘গাজওয়া-এ- হিন্দ’- বিশ্বাস! কাশ্মীরের পর গোটা ভারত পাকিস্তানের দখলে আসবে, শোয়েবের বিতর্কিত মন্তব্য ভাইরাল

Mysepik Webdesk: ফাস্ট বলার হিসেবে শোয়েব আখতারকে অনেক উঠতি বোলাররাই তাদের আদর্শ মেনে চলেন। ভারতীয় ক্রিকেটারদের সঙ্গেও তার যথেষ্ট ভালো সম্পর্ক। কোনও দিন তাঁকে ভারতীয়দের সম্পর্কে কটু কথা বলতে শোনা যায়নি। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিওতে তাঁকে ‘গাজওয়া-এ- হিন্দ’ এর মতো অলীক কল্পনায় বিশ্বাস করতে দেখা গিয়েছে। একজন মহিলা সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে তাঁকে প্রথমে কাশ্মীর ও পরে ভারত দখল করার কথা বলতে শোনা গিয়েছে।
আরও পড়ুন: কোভিড ১৯ -এর টিকা আসতেই আনন্দে গানের তালে নাচলেন স্বাস্থ্যকর্মীরা, ভাইরাল ভিডিও
ভাইরাল ভিডিওতে শোয়েব আখতারকে বলতে শোনা যায়, “আগামী ভবিষ্যতে ভারতের দখল নেবে ইসলামি শক্তি। সাহিত্যে ‘গাজওয়া-এ- হিন্দ’-এ যা যা উল্লেখ রয়েছে তা একদিন সত্যি হবেই। যেদিন ইসলামিক শক্তি সেটা করতে পাররে, সেদিন দুবার রক্তে লাল হয়ে উঠবে অ্যাটক নদীর জল। আফগানিস্তান থেকে সৈনিকরা অ্যাটকে পৌঁছবে। উজবেকিস্তান ও আরব থেকেও সেনারা আসবে। মুসলিমরা প্রথমে কাশ্মীর এবং পরে গোটা ভারতই দখল করে নেবে।” তাঁর এই কথা শুনে অনেকেই বিশ্বাস করতে পারছেন না কীভাবে একজন শিক্ষিত পাকিস্তানী ক্রিকেটার হয়ে এই ধরণের অদ্ভুত কল্পনায় বিশ্বাস করেন।