গঙ্গাসাগরকে আন্তর্জাতিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: অমিত শাহ

Mysepik Webdesk: বিজেপি ক্ষমতায় এলে গঙ্গাকে দূষণমুক্ত করার পাশাপাশি গঙ্গাসাগরকে আন্তর্জাতিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে, বৃহস্পতিবার বাংলা সফরে এসে দক্ষিণ ২৪ পরগণার গঙ্গাসাগরে পুজো দেওয়ার পর এমনটাই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নির্ধারিত সময়ের বেশ কিছুটা পরে বেলা ১টা নাগাদ হেলিকপ্টারে গঙ্গাসাগরে পৌঁছন অমিত শাহ। এদিন প্রথমে তিনি সমুদ্র সৈকত পরিদর্শন করেন, তারপর কপিল মুনির মন্দিরে গিয়ে পুজো দেন। মন্দিরের পুরোহিতরা অমিত শাহের হাতে একটি লাল বস্ত্র তুলে দেন।
আরও পড়ুন: যশের পর বিজেপিতে যোগ দিতে চলেছেন অভিনেতা হিরণ

পুজো সেরে উঠে তিনি জানান, “হাজার হাজার বছর ধরে গঙ্গাসাগরে মরকসংক্রান্তির মেলা বসে। কিন্তু এখানকার বর্তমান চেহারা দেখে কষ্ট হয়। বিজেপি ক্ষমতায় এলে এই মেলাকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুলবে। গোটা বিশ্বের আকর্ষণের কেন্দ্র হবে গঙ্গাসাগর। পাশাপাশি তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে নমামি গঙ্গা প্রকল্পের অধীনে গোমুখ থেকে গঙ্গাকে দূষণমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে এসে সেই প্রকল্প থমকে গিয়েছে। বিজেপি ক্ষমতায় এসে সেই প্রকল্প বাস্তবায়িত করবে।” সেখান থেকে সরাসরি তিনি হেলিকপ্টারে চেপে নামখানা ইন্দিরা ময়দানের উদ্দেশ্যে রওনা দেন।