ফের বাড়লো গ্যাসের দাম, এই নিয়ে চলতি মাসে পর পর দু’বার

Mysepik Webdesk: করোনা আবহে আগেই বেড়েছে জিনিসপত্রের দাম। এবার মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ ফেলে ফের একবার বাড়লো রান্নার গ্যাসের দাম। এই নিয়ে চলতি মাসেই পর পর দু’বার গ্যাসের দাম বাড়লো। আর এর ফলেই বিপাকে পড়তে চলেছে লক্ষ লক্ষ মানুষ। এদিন সকাল থেকেই ডোমেস্টিক (১৪.২ কেজি) ও বাণিজ্যিক (১৯ কেজি) দু’ক্ষেত্রেই গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে। ১৪.২ কেজি সিলিন্ডারের দাম বেড়েছে ৫০ টাকা এবং ১৯ কেজি সিলিন্ডারের দাম বেড়েছে ৩৬ টাকা।
আরও পড়ুন: কিছুক্ষণের জন্য দুনিয়াজুড়ে স্তব্ধ গুগল: কিছু পরে ফিরে এলো সার্ভিস

ভর্তুকিহীন গ্যাসের ক্ষেত্রে বেড়েছে এই দাম। এক মাসের মধ্যেই দু’বার দাম বাড়ার ফলে ভর্তুকিহীন ডোমেস্টিক গ্যাসের নতুন দাম হয়েছে ৭২০ টাকা এবং বাণিজ্যিক গ্যাসের দাম হয়েছে ১৩৮৭ টাকা। বিশেষজ্ঞদের ধারণা, গ্যাসের দাম এই হারে বাড়ার ফলে হোটেল-রেস্তোরাঁর খাবারের দামও বাড়তে চলেছে আগামী দিনে, যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর। অন্যদিকে দেখা গিয়েছে গ্যাসের দাম বাড়লেও বাড়েনি ভর্তুকির পরিমান। আগের মতোই ১৯ টাকার কিছু বেশি ভর্তুকি ঢুকছে ব্যাঙ্কে। স্বাভাবিকভাবেই ক্রমাগত গ্যাসের দাম বাড়ার ফলে নাজেহাল সাধারণ মানুষ।