ফের বাড়ল গ্যাসের দাম, এই নিয়ে একমাসে দু’বার

Mysepik Webdesk: চলতি মাসে ফের একধাক্কায় অনেকটাই বাড়ল গ্যাসের দাম। ফেব্রুয়ারী মাসেই ঠিক ১০ দিন আগে বেড়েছিল ভর্তুকিহীন গ্যাসের দাম। এবারেই একধাক্কায় ৫০ টাকা বেড়ে গেল রান্নার গ্যাসের দাম। রবিবার রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির তরফে রান্নার গ্যাসের নতুন দাম ঘোষণা করা হয়েছে। এই দাম বাড়ার ফলে ১৪.২ কিলো ডোমেস্টিক ভর্তুকিহীন এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৫০ টাকা বৃদ্ধি হয়েছে। বর্তমানে কলকাতায় ডোমেস্টিক ভর্তুকিহীন এলপিজি সিলিন্ডারের দাম ছিল ৭৪৫ টাকা ৫০ পয়সা। ৫০ টাকা বাড়ার ফলে সেই দাম বেড়ে হয়েছে ৭৯৫ টাকা ৫০ পয়সা।
আরও পড়ুন: জম্মুর বাসস্ট্যান্ড থেকে উদ্ধার সাত কেজি আইইডি বিস্ফোরক

সূত্রের খবর, ধাপে ধাপে রান্নার গ্যাসের ওপর থেকে ভর্তুকি তুলে দিতে চায় কেন্দ্রীয় সরকার। সেই কারণে একসঙ্গে দাম না বাড়িয়ে ধাপে ধাপে দাম বাড়িয়ে রান্নার গ্যাসের ওপর থেকে ভর্তুকি তুলে দিতে চাইছে কেন্দ্র। গত বছর ডিসেম্বর মাসেও ঠিক একই ঘটনা ঘটেছিল। এক মাসের মধ্যেই পর পর দু’বার গ্যাসের দাম বাড়ানো হয়েছিল। মাঝখানে জানুয়ারী মাস বাদ দিয়ে ফের ফেব্রুয়ারী মাসে পর পর দু’বার বাড়ানো হল গ্যাসের দাম।
আরও পড়ুন: ভালোবাসার দিনে পুলওয়ামা হামলার ঘটনা ভুলে গেলে চলবে না

তবে ভর্তুকি-সহ গ্যাসের ক্ষেত্রে ঠিক কতটা পরিমান টাকা গ্রাহকদের অ্যাকাউন্টে ফিরে আসবে, তা এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছুই জানা যায়নি। শুধু এবারেই নয়, গত কয়েক মাস ধরেই তেল কোম্পানিগুলি গ্রাহকদের অ্যাকাউন্টে ভর্তুকির টাকা নিয়ে কোনও তথ্য জানাচ্ছে না। তবে ডোমেস্টিক গ্রাসের দাম বাড়ালেও অবশ্য বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ার পরিবর্তে কিছুটা কমেছে। ১৯ কিলো ওজনের বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৯ টাকা ৫০ পয়সা কমিয়ে দেওয়া হয়েছে। এর ফলে একেকটি বাণিজ্যিক সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ১,৫৮৯ টাকা।