বইপ্রেমীদের জন্য সুখবর, জুলাইতেই সেন্ট্রাল পার্কে বইমেলা

Mysepik Webdesk: বইপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে শুরু হতে চলেছে কলকাতা বইমেলা। আগামী জুলাই মাসেই শুরু হতে চলেছে ৪৫তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বৃহস্পতিবার আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়ে একথা। তবে বইমেলায় সময় ঘোষণা করা হলেও এখনও তার দিনক্ষণ ঠিক হয়নি।
আরও পড়ুন: রাজ্য সরকারের কর্মীদের এবার ১০০ শতাংশ উপস্থিতি বাধ্যতামূলক

প্রতি বছরের মতোই এবছরও এই বইমেলার দিন ঘোষণা করা হয়েছিল ২৭ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে করোনা অতিমারীর কারণে সেই বইমেলা স্থগিত রাখা হয়। তবে জানানো হয়েছিল বইমেলা বাতিল হচ্ছে না বরং তার সময় পিছিয়ে দেওয়া হচ্ছে। গত ডিসেম্বরে গিল্ডের তরফে জানানো হয়েছিল একথা। গিল্ড আরও জানিয়েছে, এ বারের মেলার থিম হতে চলেছে কান্ট্রি বাংলাদেশ। এবারের বইমেলায় শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষ এবং বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতার পঞ্চাশ বছর উদযাপিত হবে। পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবর্ষ এবং সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষও পালিত হবে বইমেলায়।