নিত্যযাত্রীদের জন্য সুখবর, বাড়ছে মান্থলি ও সিজন টিকিটের মেয়াদ

Mysepik Webdesk: দীর্ঘ সাড়ে সাত মাস পর বুধবার ১১ নভেম্বর থেকে চালু হচ্ছে লোকাল ট্রেন। গত বৃহস্পতিবার নবান্নে রেল ও রাজ্যসরকারের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। কিন্তু দীর্ঘদিন ট্রেন বন্ধ থাকার ফলে অনেক নিত্যযাত্রীদের মান্থলি বা সিজন টিকিটের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। সেক্ষেত্রে টিকিটের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই চিন্তায় ছিলেন রেলযাত্রীরা। সেইসব যাত্রীদের আশ্বস্ত করল রেল। জানানো হল, ট্রেন বন্ধ থাকার সময় যে যাত্রীদের টিকিটের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, তাঁদের সেই মেয়াদ বাড়িয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: ২৫ নয় ৪৬ শতাংশ ট্রেন চলবে শিয়ালদা ডিভিশনে

এক্ষেত্রে পুরোন সিজন টিকিটেই আপাতত ট্রেনে চড়তে পারবেন যাত্রীরা। যে যাত্রীদের জোতোদিনের মেয়াদ বাকি ছিল, তাদের ক্ষেত্রে ততদিন পর্যন্ত সেই মেয়াদ বাড়িয়ে দেওয়া হবে। তবে যে কাউন্টার থেকে টিকিট কাটা হয়েছিল, সেই কাউন্টার থেকেই এই বদল করাতে হবে। জানা গিয়েছে, ভিড় এড়াতে যাত্রীদের সুবিধার্থে আগামীকাল অর্থাৎ সোমবার সকাল ৮টা থেকেই রেলের টিকিট কাউন্টারগুলিতে এই সিজন টিকিটের মেয়াদ বৃদ্ধির কাজ শুরু হবে।