দিল্লি হাফ ম্যারাথনে খুশির হাওয়া, অংশ নেবেন বিশ্বরেকর্ড গড়া দুই তারকা রেসার

Mysepik Webdesk: এবার এয়ারটেল দিল্লি হাফ ম্যারাথন আসন্ন প্রতিযোগিতায় অংশ নিতে চলেছেন বিশ্ব রেকর্ডধারক ব্রিজড কোসগেই এবং আবাবেল ইয়েশেনহে। হাফ ম্যারাথনের মহিলাদের বিভাগে এই দুই তারকা অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রতিযোগিতাটি ‘ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স গোল্ড লেবেল রেস’ কাউন্টডাউনের একটি অংশ। উল্লেখ্য যে, আগামী ২৫ নভেম্বর থেকে বসতে চলেছে এই প্রতিযোগিতার আসর। প্রতিযোগিতা চলবে ২৯ নভেম্বর, রবিবার পর্যন্ত।
আরও পড়ুন: আই লিগ: ২৭ নভেম্বর দল ঘোষণা করবে সুদেভা দিল্লি
গত বছরের অক্টোবরে শিকাগো ম্যারাথনে কেনিয়ার কোসগেই ২ ঘণ্টা ১৪ মিনিট ০৪ সেকেন্ড সময়ে শেষ করে নিয়ে বিশ্ব ম্যারাথনকে অবাক করে দিয়েছিলেন। ইয়েশেনহে তাঁর সেরা পারফরম্যান্স ২ ঘণ্টা ২০ মিনিট এবং ৫১ সেকেন্ডে শেষ করে দ্বিতীয় স্থানে ছিলেন। অন্যদিকে, চলতি বছরের ফেব্রুয়ারিতে ইথিওপিয়ার ইয়েশেনহে রস আল খাইমাহ হাফ ম্যারাথনে ১ ঘণ্টা ০৪ মিনিট ৩১ সেকেন্ডের মধ্যে শেষ করে বিশ্বরেকর্ড গড়েন এবং কোসগেই ১ ঘণ্টা ০৪ মিনিট ৪৯ সেকেন্ডে রেস সমাপ্তি ঘটিয়ে দ্বিতীয় স্থানে ছিলেন। বলাই বাহুল্য যে, এই দুই তারকা রেসারের এয়ারটেল দিল্লি হাফ ম্যারাথনে অংশগ্রহণের খবরে উল্লসিত অ্যাথলেটিক্স-প্রেমীরা।
ছবি পরিচিতি বাঁ-দিক থেকে ব্রিজড কোসগেই এবং আবাবেল ইয়েশেনহে