পুজোতে কোন রাস্তায় কেমন ভিড় হবে, জানাবে গুগল ম্যাপ

Mysepik Webdesk: করোনা আবহে মানুষের পরিবর্তিত জীবনযাত্রার সঙ্গে তাল মিলিয়ে নিত্য ব্যবহার্য অ্যাপগুলিও নতুন নতুন ফিচার নিয়ে আসছে। সেরকমই রাস্তা চেনার সঙ্গী গুগল ম্যাপস (Google Maps) নিয়ে এল দারুন একটি ফিচার। এবার পুজোর দিনগুলিতে যাঁরা ঠাকুর দেখতে বেরবেন, তাদের গুগল ম্যাপ জানিয়ে দেবে, কোন কোন রাস্তায় ঠিক কতটা ভিড় রয়েছে। আর সেটা দেখা যাবে স্মার্টফোনের মাধ্যমেই। এর জন্য আলাদা কিছুই করতে হবে না ব্যবহারকারীকে। ‘busyness’ স্ট্যাটাস নিজে থেকেই গুগল ম্যাপের মধ্যে দেখাবে। এতে রাস্তার ভিড়ের খবর আগেভাগে জেনে যাওয়ার ফলে ভিড়ে ফেঁসে গিয়ে সময় নষ্ট হওয়ার ঝুঁকি থাকবে না।
আরও পড়ুন: এবার চাঁদেও পাওয়া যাবে 4G পরিষেবা, নোকিয়ার সঙ্গে হাত মিলিয়ে দাবি করল নাসা
২০১৬ সাল থেকে গুগল ম্যাপ রাস্তার ব্যস্ততার তথ্য জানালেও সেই তথ্য শুধুমাত্র স্বল্প অঞ্চলেই সীমাবদ্ধ ছিল। তবে সুবিধাটি যথেষ্ট জনপ্রিয় হওয়ার ফলে ইদানিং গুগল এবার আরও বেশি বেশি জায়গায় এই ব্যস্ততার সূচক দেখাতে শুরু করছে। জানা গিয়েছে, খুব শীঘ্রই গুগল সমুদ্রসৈকত, পার্ক, মুদির দোকান, গ্যাস স্টেশন, লন্ড্রি, ওষুধের দোকান ইত্যাদি জায়গার জন্যও লাইভ ব্যস্ততার তথ্য দেখাবে। এছাড়াও ব্যবহারকারীরা ম্যাপের লাইভ ভিউ ফিচার ব্যবহার করে কোনও দোকান কিংবা রেস্তোঁরা সম্বন্ধে তথ্য জানতে পারবেন। সেখানে কতটা ভিড় রয়েছে, রেটিং কত, করোনা আবহে রেস্তোরাঁটি স্বাস্থ্যবিধি মানছে কিনা, তা সবই জানা যাবে। এই সুবিধার জন্য ফোনের ক্যামেরা খুলে সেই জায়গার দিকে নির্দেশ করতে হবে।