Mysepik Webdesk: ভারতের অর্থনীতিকে চাঙ্গা করতে এবার আসরে নামল গুগল। সোমবার গুগলের তরফে ঘোষণা করা হয়েছে, ভারতের অর্থনীতি চাঙ্গা করতে ১০০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে গুগল। ষষ্ঠ গুগল ফর ইন্ডিয়া ইভেন্টের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি ট্যুইট করে লেখেন, “বিভিন্ন সেক্টরে গুগল যে উন্নয়নশীল পদক্ষেপ করেছে তার বিবরণ জানার পর খুবই ভালো লাগছে। সেই প্রকল্পগুলির মধ্যে রয়েছে ডিজিটাল ইন্ডিয়া প্রকল্প। গ্লোবাল প্যানডেমিকের কারণে খেলাধুলোর ক্ষেত্রে যে দুঃসময়ে নেমে এসেছে, তা নিয়েও আমাদের মধ্যে আলোচনা হয়। আমরা ডেটা নিরাপত্তা এবং সাইবার সেফটি নিয়েও আলোচনা করেছি।”
আরও পড়ুন: শরীরে আগে থেকে এই রোগগুলি থাকলে বেড়ে যায় করোনায় মৃত্যুর সম্ভাবনা
অ্যালফাবেট এবং গুগলের সিইও সুন্দর পিচাই ট্যুইট করে জানিয়েছেন, “আজ এই ঘোষণা করতে পেরে আমি খুবই আনন্দিত। ভারতের ডিজিটাল অর্থনীতির দ্রুত অগ্রগতি আনতে আগামীদিনে আমরা ১ হাজার কোটি মার্কিন ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। সূচনা করছি Google for India Digitization Fund-এর। এই প্রকল্পের অন্তর্গত আগামী ৫ থেকে ৭ বছরের মধ্যে ভারতে ইক্যুইটি ইনভেস্টমেন্ট, পার্টনারশিপ, অপারেশনাল, পরিকাঠামোগত এবং ইকোসিস্টেম ইনভেস্টমেন্টে ৭৫ হাজার কোটি টাকার আশেপাশে বিনিয়োগ করব। ভারতের ভবিষ্যত্ এবং তার ডিজিটাল অর্থনীতির উপর সম্পর্ণ আস্থা রেখেই এই পদক্ষেপ করা হয়েছে।”
আরও পড়ুন: করোনাভাইরাসকে চ্যালেঞ্জ ছুড়ে পার্টি, মৃত্যুর আগে কি বললেন আক্রান্ত যুবক?
জানা গেছে, ভারতের ডিজিটাইজেশনে মোট চারটি খাতে খরচ করবে গুগল।
১) প্রত্যেক ভারতীয় যাতে তাদের নিজেদের আঞ্চলিক ভাষায় যেকোনও তথ্য পেতে পারে তা নিশ্চিত করা হবে।
২) ভারতীয়দের নিত্য চাহিদার কথা মাথায় রেখে তৈরি হবে নতুন প্রডাক্ট এবং পরিষেবা।
৩) ভারতের বিভিন্ন ব্যবসা যাতে ডিজিটাইজেশনের পথে চলতে পারে তা সুনিশ্চিত করা।
৪) স্বাস্থ্য, শিক্ষা এবং কৃষিক্ষেত্রে নতুন প্রযুক্তি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উন্নতি করা।