দুর্দান্ত অফার জিওর! এবার মাত্র ৭৫ টাকায় যেকোনও নেটওয়ার্কে আনলিমিটেড কথা

Mysepik Webdesk: ভারতের অন্যান্য মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিতে টেক্কা দিতে নতুন বছরের শুরুতে দুর্দান্ত অফার নিয়ে হাজির হল রিলায়েন্স জিও। গ্রাহক টানতে এবার মাত্র ৭৫ টাকায় একটি নতুন প্ল্যান লঞ্চ করেছে জিও। এই প্লানের বৈধতা ২৮ দিন। মাত্র ৭৫ টাকার এই প্ল্যানে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কথা বলা যাবে। সঙ্গে রয়েছে প্রতিদিন ৫০ টি করে মেসেজ করার সুবিধা। থাকছে ৩ জিবি ডেটার সুবিধাও।
আরও পড়ুন: বাংলাদেশের সঙ্গে সীমান্ত বাণিজ্য শুরু করতে চেয়ে সরকারের কাছে আবেদন রাখাইনের স্থানীয় ব্যবসায়ীদের

ভারতে লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গে জিও ঘোষণা করেছিল যে জিও থেকে অন্যান্য নেটওয়ার্কে আজীবন বিনামূল্যে কল করা যাবে। কিন্তু ২০২০ সালে এই সুবিধা বন্ধ করে দেয় টেলিকম সংস্থাটি। ফের ২০২১ সালের শুরুতে গ্রাহকদের জন্য এই সুবিধা ফিরিয়ে এনেছে জিও। তবে ৭৫ টাকার এই প্লেনটি শুধুমাত্র জিও ফোনের জন্যই প্রযোজ্য।