Mysepik Webdesk: ফের বাংলার মুকুটে সাফল্যের পালক। এবার জাতীয় স্বীকৃতি পেল রাজ্য সরকারের ‘দুয়ারে সরকার’ প্রকল্প। অ্যাওয়ার্ড অব এক্সেলেন্স ২০২১-এ সম্মানিত হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ‘দুয়ারে সরকার’ প্রকল্পটি। কম্পিউটার সোসাইটি অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ড অব এক্সেলেন্স সম্মান দিয়েছে ‘দুয়ারে সরকার’ প্রকল্পকে।
আরও পড়ুন: বিধিনিষেধ চালু হওয়ার প্রথম দিনেই লোকাল ট্রেনে বেজায় ভিড়, শিকেয় করোনাবিধি
২০২০ সালে বাংলায় একুশে নির্বাচনের আগে দুয়ারে সরকার প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের আওতায় সরকারি দফতরের আধিকারিকরা বাসিন্দাদের বাড়ির কাছে ক্যাম্প করে একাধিক সরকারি সুবিধা দিয়ে থাকে। পাশাপাশি মানুষের অভাব অভিযোগও শোনে প্রশাসনের কর্মীরা। এর ফলে জনগণকে আর সরকারি অফিসের দরজায় যাওয়ার প্রয়োজন নেই।