মধ্যবিত্তের মাথায় হাত, ফের একধাক্কায় ২৫ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম

Mysepik Webdesk: গত কয়েকদিন ধরেই বেড়ে চলেছে গ্যাসের দাম। ফের মধ্যবিত্তের কপালে ভাঁজ ফেলে একধাক্কায় বাড়ল গ্যাসের দাম। একধাক্কায় ২৫ টাকা বেড়ে গেল ভর্তুকিহীন গ্যাসের দাম। অন্যদিকে আবার রান্নার গ্যাসের ভর্তুকিও গত বছরের তুলনায় প্রায় অর্ধেক করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। বুধবার যেখানে ১৪.২ কেজি ভর্তুকিহীন গ্যাসের দাম ছিল ৭২০ টাকা ৫০ পয়সা, সেখানে বৃহস্পতিবার সকাল থেকে গ্যাসের দাম হয়েছে ৭৪৫ টাকা ৫০ পয়সা।
আরও পড়ুন: ট্র্যাক্টর সমাবেশে নিহত কৃষকের পরিবারের সঙ্গে দেখা করতে রামপুর যাচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধি

এদিকে আন্তর্জাতিক বাজারে প্রতিদিন জ্বালানি তেলের দাম বাড়ে। আর সেই দামের সঙ্গে সঙ্গতি রেখে প্রতিদিন নির্ধারিত হয় পেট্রল-ডিজেলের দাম। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কোনও প্রভাব নেই। কিন্তু রান্নার গ্যাসের ক্ষেত্রে প্রতি মাসে সিলিন্ডারের দাম পরিবর্তন করে তেল কোম্পানিগুলি। সাধারণত প্রতি মাসের ১ তারিখ নতুন দাম ঘোষণা করা হয়। তবে আগামী বছর থেকে প্রত্যেক সপ্তাহের প্রথম দিনে এলপিজি সিলিন্ডারের দাম স্থির করতে চাইছে তেল কোম্পানিগুলি। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের কাছে এই প্রস্তাব দিয়েছে তারা।