Mysepik Webdesk: টিম ইন্ডিয়ার প্রাক্তন অফ স্পিনার হরভজন সিং করোনায় আক্রান্ত হয়েছেন। টুইট করে তিনি এ তথ্য জানিয়েছেন। ভাজ্জি টুইটার হ্যান্ডেলে লিখেছেন যে, তাঁর রিপোর্ট পজিটিভ। তাঁর সংস্পর্শে আসা ব্যক্তিদের করোনা পরীক্ষা করানোর কথাও বলেছেন ভাজ্জি। তাঁর শরীরে করোনার হালকা লক্ষণ রয়েছে। ভাজ্জি সম্প্রতি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। ভবিষ্যতে পঞ্জাবের রাজনীতিতে দেখা যেতে পারে হরভজনকে, এমন ইঙ্গিতও দিয়েছিলেন তিনি।
আরও পড়ুন: পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা কত বেতন পান, বেরিয়ে এলো পরিসংখ্যান
বৃহস্পতিবার দেশে নতুন করে ৩ লক্ষ ৪৭ হাজার ২৫৪ জন করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। সুষ্ঠ হয়েছেন ২.৫১ লক্ষ মানুষ। ৭০১ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনায় নতুন আক্রান্তের সংখ্যা বেড়েছে ২৯,৭২২ জন। এর একদিন আগে, বুধবার, ৩.১৭ লক্ষ মানুষ সংক্রামিত হয়েছিলেন এবং ৪৯১ জন প্রাণ হারিয়েছিলেন।