পাইলটের পোশাক গায়ে বিমান চালানোর বদলে রাস্তার পাশে বিক্রি করছেন খাবার

Mysepik Webdesk: গায়ে পাইলটের পোশাক। আর সেই পোশাকেই বিমান চালানোর বদলে রাস্তার পাশে বিক্রি করছেন খাবার। প্রথমে শুনলে মনে হবে ব্যাপারটা খুবই মজার। কিন্তু এই মজার ঘটনার পেছনে লুকিয়ে রয়েছে করুণ বাস্তব। কুয়ালালামপুরের একটি রাস্তার পাশে দেখা গেল এরকমই একটি দৃশ্য। করোনা আবহে চাকরি হারিয়ে তিনি বেছে নিয়েছেন এই পেশাকেই।
আরও পড়ুন: বেতন বাড়ছে ব্যাঙ্ক কর্মীদের, দীপাবলির মুখেই বড়োসড়ো ঘোষণা

করোনা আবহে কাজ হারিয়েছেন বহু মানুষ। চাকরি চলে গিয়েছে বহু বিমান সংস্থার পাইলটের। আর সেই কারণেই ৪৪ বছর বয়সি বিমান চালক আজরিন মহম্মদ জাওয়ায়ি শেষপর্যন্ত সংসার চালাতে বেছে নিয়েছেন এই পেশা। রাস্তার পাশে খুলে বসেছেন ফার্স্ট ফুডের দোকান। নাম দিয়েছেন ‘Kapten Corner’। দারুন রান্নার হাতের কারণে খুব অল্পদিনের মধ্যেই তিনি দারুন জনপ্রিয়তাও অর্জন করেছেন। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সেলিব্রিটিও বনে গিয়েছেন এই বিমান চালক।