ফের সৌরভকে দেখতে শহরে আসছেন হার্ট স্পেশালিস্ট দেবী শেঠি

Mysepik Webdesk: বুধবার দুপুরে হটাৎ করে বুকের ব্যাথা বাড়তে থাকায় তাঁকে গ্রীন করিডোর করে বাড়ি থেকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সূত্রের খবর, হাসপাতালে ভর্তি হওয়ার পর সুস্থ রয়েছেন তিনি। তাঁর সঙ্গে হাসপাতালে রয়েছে স্ত্রী ডোনা গাঙ্গুলি এবং কন্যা সানা। সম্ভবত আজ ফের মহারাজের অ্যানজিওগ্রাফি করে দেখা হবে, দুটি ব্লকেজ কিরকম অবস্থায় রয়েছে। প্রয়োজন পড়লে আরও দু’টি স্টেন্ট আজই বসানো হতে পারে। তাঁকে দেখতে ফের কলকাতায় আসছেন স্বনামধন্য হার্ট স্পেশালিস্ট দেবী শেঠি। এছাড়াও মুম্বই থেকে আরও এক হৃদরোগ বিশেষজ্ঞ আসছেন শহরে, ডক্টর অশ্বিন মেহেতা। তিনি মুম্বাই রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতাল লীলাবতী হাসপাতাল ব্রিচ ক্যান্ডি হাসপাতালে সঙ্গে যুক্ত এবং যশ লোক হাসপাতালের কার্ডিওলজি বিভাগের অধিকর্তা।
আরও পড়ুন: সৌরভের স্বাস্থ্যের খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী, যেতে পারেন অ্যাপোলোতে

সূত্রের খবর, চিকিৎসকদের সঙ্গে নিজেই কথা বলেছেন সৌরভ গাঙ্গুলি। তিনি নিজেই তাঁর শারীরিক পরিস্থিতির কথা জানিয়েছেন চিকিৎসকদের। যদিও সৌরভকে প্রত্যেক ডাক্তারই স্টেন্ট বসিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন, তবুও প্রথমে অ্যাঞ্জিওগ্রাম করে দেখে নেওয়া হবে তাঁর ব্লকেজের পরিস্থিতি। আজ মেডিকেল বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এই বিষয়ে।