জম্মু-কাশ্মীরে সেনাবাহিনীর এনকাউন্টারে খতম হিজবুলের প্রধান কম্যান্ডার ড. সইফুল্লাহ

Mysepik Webdsk: ভারতীয় সেনার এনকাউন্টারে খতম হিজবুল মুজাহিদিনের অপারেশন চিফ ড. সইফুল্লাহ। পাশাপাশি আরও এক জঙ্গিকে নিজেদের হেফাজতে নিয়েছে যৌথ বাহিনী। কাশ্মীর পুলিশের ইন্সপেক্টর জেনারেল বিজয় কুমার এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। গোপন সূত্রে সন্ত্রাসবাদীদের লুকিয়ে থাকার খবর পেয়ে কাশ্মীর পুলিশ ও সিআরপিএফ-এর যৌথ বাহিনী শ্রীনগরের রনগ্রেথ এলাকায় তল্লাশি অভিযান চালাতে শুরু করে। সেনার উপস্থিতি আন্দাজ করে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় যৌথ বাহিনীও। গুলি লেগে মৃত্যু হয় সইফুল্লাহের।
আরও পড়ুন: বিহারের নির্বাচনী প্রচারে ঝাঁজ বাড়ালেন প্রধানমন্ত্রী

পুলওয়ামার মালাংপোরার বাসিন্দা সইফুল্লাহ মীর ওরফে গাজি হায়দার ওরফে ডাক্তার সাহেব ২০১৪ সালের অক্টোবর মাসে হিজবুল মুজাহিদিনে যোগ দেয়। তারপর থেকেই তার নির্দেশে একের পর এক জঙ্গি হামলার ঘটনা ঘটে। বেশ কিছুদিন ধরেই পুলিশ তার খোঁজ করছিল। অবশেষে যৌথ বাহিনীর গুলি লেগে মৃত্যু হয় তার। সইফুল্লাহের মৃত্যুকে বড়োসড়ো সাফল্য হিসেবেই দেখছে কাশ্মীর পুলিশ। প্রসঙ্গত, গত মে মাসে পুলওয়ামায় এনকাউন্টারে আরও এক হিজবুল মুজাহিদিনের অপারেশনাল কম্যান্ডার রিয়াজ নাইকোর মৃত্যু হয়েছিল।