ওয়াশিং মেশিন দীর্ঘস্থায়ী করবেন যেভাবে

Mysepik Webdesk: ওয়াশিং মেশিনের সাহায্যে অতি সহজেই জমা কাপড় পরিষ্কার করা যায়। নোংরা জামা কাপড় মেশিনের মধ্যে ভরে শুধু মাত্র একটি সুইচ দিয়ে দিলেই কাজ শেষ। তবে এই মেশিন দীর্ঘস্থায়ী করতে হলে কিছু উপায় অবলম্বন করতে হবে। যেমন –
আরও পড়ুন: আর কতটা গ্যাস বেঁচে আছে সিলিন্ডারে, জেনে নিন সহজ উপায়ে

১) ওয়াশিং মেশিনে সুতি বা ফেব্রিক কাপড় ধোয়ার জন্য আলাদা আলাদা সেটিং থাকে। নিদির্ষ্ট ধরনের কাপড়ের জন্য নির্দিষ্ট সেটিং আগে সেট করে নিন। তারপর পরিষ্কার করুন। তাহলে মেশিন দীর্ঘ মেয়াদি হওয়ার সম্ভাবনা থাকে।
২) বেশিরভাগ জামাকাপড়ে থাকা ট্যাগে ধোয়ার পদ্ধতি লেখে থাকে। সেইমতই জামা কাপড় পরিষ্কার করলে ওয়াশিং মেশিনে চাপ কম পড়ে।
আরও পড়ুন: বদলে গেল ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড ব্যবহারের নিয়ম, নিজে জানুন অন্যকেও জানিয়ে দিন

৩) অনেকেই সব ধরনের জামাকাপড় একসঙ্গে মেশিনে ধুয়ে থাকেন। এটি খুবই খারাপ অভ্যাস। এরফলে কাপড় ও মেশিনের ক্ষতি হয়।
৪) অনেক সময় দেখা যায় ধোয়া শেষ হওয়ার পরেও কাপড় মেশিনের মধ্যে রেখে দেন। কিন্তু, এটা একেবারেই ঠিক নয়। চেষ্টা করুন বেশিক্ষণ কাপড় ওয়াসিং মেশিনে না রাখার। তাহলে মেশিন ভালো থাকবে।