জন্মদিনে নতুন ছবির ঘোষণা, দীপিকার সঙ্গে জুটি বাঁধছেন হৃতিক

Mysepik Webdesk: আজ বলিউড ‘গ্রিক গড’ হৃতিক রোশনের ৪৭তম জন্মদিন। আর এই দিনেই ভক্তদের শুভকামনার রির্টান গিফ্ট দিলেন তিনি। বহুদিন পরে পরবর্তী ছবির ঘোষণা করলেন হৃতিক রোশন। শুধু তাই নয় ছবির প্রথম ঝলক দেখিয়ে তাক লাগালেন তিনি। এবার রীতিমত দীপিকা পাড়ুকোনের সঙ্গে নতুন ছবি করতে চলেছেন এই বলিউড সুপারস্টার। এবার সিদ্ধার্থ আনন্দের হাত ধরে তাঁরা সেলুলয়েডে জুটি বাঁধছে। ছবির নাম ‘ফাইটার’। সোস্যাল মিডিয়ায় এবিষয়ে পোস্ট করতে গিয়ে তিনি লিখেছেন, ‘দীপিকার সঙ্গে নিজের প্রথম লড়াইয়ের (ফাইট) অপেক্ষায় আছি।’ জানা যাচ্ছে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে এই ছবির।
আরও পড়ুন: এবার বিগ বি’কে নিয়ে বিতর্কে জড়ালেন কঙ্গনা
রবিবারই নিজের জন্মদিন সেলিব্রেট করেন হৃতিক। প্রাক্তন স্ত্রী সুজান খানও স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা পাঠাতে ভোলেননি। ছেলেদের সঙ্গে হৃতিকের একটি মিষ্টি ভিডিও পোস্ট করেছেন তিনি। পাশাপাশি অক্ষয় কুমার, প্রীতি জিন্টা, রীতেশ দেশমুখ, ফারহা খান-সহ বলিউড তারকারা সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন হৃতিককে।