প্রয়াত প্রাক্তন ফুটবলার মির সাজ্জাদ আলি, শোকের ছায়া ময়দানে

Mysepik Webdesk: বুধবার ভারতের প্রাক্তন আন্তর্জাতিক ফুটবলার মির সাজ্জাদ আলি হায়দরাবাদে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি রেখে গেলেন তাঁর স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেকে। আসিফ নগরের জেবাবাগের বাসিন্দা সাজ্জাদ আলি স্থানীয় লিগে বিডিএলের হয়ে খেলেন। বাম-উইঙ্গার হিসাবে তাঁর দুর্দান্ত খেলা অনেকেই মনে রেখেছেন।
আরও পড়ুন: পুজারাকে থামাতে বিশেষ পরিকল্পনা অজিদের

১৯৭৮ সালে তিনি ভারতের হয়ে খেলার জন্য নির্বাচিত হয়েছিলেন। পরে বাঁ-উইঙ্গার হিসাবে ইস্টবেঙ্গল এবং মহামেডান স্পোর্টিংয়ের হয়ে খেলেন তিনি। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে প্রাক্তন আন্তর্জাতিক তারকা ও কোচ সাব্বির আলি বলেছেন, ‘সাজ্জাদ ছিলেন এক ধূর্ত উইঙ্গার। তিনি তাঁর ক্ষিপ্র গতিতে অনেক ডিফেন্ডারকেই পরাস্ত করেছেন এবং আমরা ইস্টবেঙ্গল, মহামেডান স্পোর্টিং এবং ভারতের হয়ে একসঙ্গে খেলাকে উপভোগ করেছি।’
আরও পড়ুন: পুরোপুরি চোটমুক্ত নন, দ্বিতীয় টেস্টে নেই ওয়ার্নার

আরও একজন আন্তর্জাতিক প্রাক্তন ফুটবলার ভিক্টর অমল রাজ বলেছেন, ‘সাজ্জাদের বাঁ-দিক দিয়ে দৌড় মুগ্ধ করত। ও অনেক সুন্দর পাস বাড়িয়েছে। বাম প্রান্ত থেকে দারুণ ক্রসও দিত।’ ২০২০-র শেষে এসে আরও একজন নক্ষত্রের পতনের সংবাদে ফুটবলমহলে তৈরি হয়েছে শোকের পরিবেশ।