বাজারে আসতে চলেছে হাইড্রোজেন চালিত গাড়ি, সফল পরীক্ষা হল পুনেতে

Mysepik Webdesk: পৃথিবীর বুক থেকে একদিন শেষ হয়ে যাবে পেট্রোল-ডিজেলের ভাণ্ডার। তাই প্রয়োজন বিকল্প জ্বালানির। সেই উদ্দেশ্যেই ভবিষ্যতে যানবাহনের শক্তির উৎস হিসেবে বিজ্ঞানীরা একাধিক ভিন্ন ধরণের জ্বালানির পরীক্ষা করে চলেছেন। ইতিমধ্যেই জাপান, সাউথ কোরিয়া, আমেরিকা, জার্মানির মতো দেশে হাইড্রোজেন চালিত গাড়ি দেখতে পাওয়া যায়। এবার সেই লক্ষ্যেই আরও একধাপ এগিয়ে গেল ভারতও। গত শনিবার The Council of Scientific and Industrial Research (CSIR) এবং KPIT Technolgies যৌথ উদ্যোগে পুনের National Chemical Labratory-তে ফুয়েল সেল স্ট্যাকের মাধ্যমে চালিত Hydrogen Fuel Cell (HFC) প্রোটোটোটাইপ গাড়ির সফল ট্রায়াল পরিচালনা করা হয়েছে।
আরও পড়ুন: বাঁচবে ফোনের স্টোরেজ, গুগল প্লে স্টোরে হাজির GMAIL -এর লাইট ভার্সন GMAIL GO
এই ধরণের গাড়ির ক্ষেত্রে হাইড্রোজেন এবং অক্সিজেনের বিক্রিয়ায় সরাসরি ডিসি কারেন্ট জেনারেট হয়। মূলত হাইড্রোজেন গ্যাস দ্বারা চালিত গাড়িগুলি ইন্টারনাল কম্বাশন ইঞ্জিনে হাইড্রোজেনের পুড়িয়ে অথবা ফুয়েল সেলের মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে হাইড্রোজেনের কেমিক্যাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে রূপান্তর করে হয়। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করা এই HFC প্রযুক্তি জীবাশ্ম জ্বালানীর ব্যবহার ছাড়াই হাইড্রোজেন এবং বাতাসের অক্সিজেন গ্যাসের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার ঘটিয়ে বৈদ্যুতিন শক্তি উৎপাদন করে।