আই লিগ: ২৭ নভেম্বর দল ঘোষণা করবে সুদেভা দিল্লি

Mysepik Webdesk: আই লিগের ২০২০/২১ মরশুমের জন্য সুদেভা দিল্লি ২৭ নভেম্বর তাদের দল ঘোষণা করতে চলেছে। শনিবার এক বিবৃতিতে দিল্লির ক্লাবটি জানিয়েছে এ-তথ্য। দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এই দল লঞ্চ করবেন বলে খবর। ক্লাবের সভাপতি অনুজ গুপ্ত বলেছেন, “আমি অত্যন্ত খুশি এবং সম্মানিত যে দিল্লি সরকার সুদেভা দিল্লি এফসির প্রতি তাদের সমর্থন এবং বিশ্বাস প্রদর্শন করেছে, কারণ আমরা রাজধানীর প্রতিভাশালী যুবকদের সযত্নে ট্রেনিং দেওয়ার ও লালন-পালন করার লক্ষ্য রেখেছি।” উল্লেখ্য যে, আই লিগে দিল্লি থেকে অংশগ্রহণ করা প্রথম ক্লাব হল সুদেভা এফসি। এই প্রসঙ্গে অনুজ গুপ্ত আরও বলেন, “দিল্লি থেকে প্রথম ক্লাব হওয়ায় আমরা কেবল প্রতিভা বিকাশই করব না, আমরা শীর্ষস্তরে দিল্লির প্রতিভাকেও তুলে ধরব।”
আরও পড়ুন: ১ ডিসেম্বর থেকে গোয়ায় শুরু হচ্ছে দেশের মহিলা ফুটবল দলের ট্রেনিং ক্যাম্প
উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া সম্প্রতি ক্লাবটির নাম সুদেভা এফসি থেকে সুদেভা দিল্লিতে পরিবর্তিত করে নতুন নামের আত্মপ্রকাশ ঘটিয়েছিলেন। সুদেভা আগামী ৯ জানুয়ারিতে শুরু হতে যাওয়া আসন্ন আই লিগে মাঠে নামতে চলেছে। করোনার কারণে এবারের আই লিগ হবে ‘ওয়ান সিটি’, কলকাতাতে। এআইএফএফ টিভি-কে অনুজ গুপ্ত বলেন, “প্রাক্-মরশুমে ভারতীয় খেলোয়াড়রা কতটা কঠোর পরিশ্রম করছে তা সবাই জানেন। সুতরাং নীতিগত বিষয় হিসাবে আমি এই বছর কেবল ভারতীয় ফুটবলারদের নিয়ে দল গড়ার সিদ্ধান্ত নিয়েছি। এই বছর কোনও বিদেশি ফুটবলার দলে থাকছে না।”