কোভিড ভ্যাকসিন চাই, মোদিকে চিঠি ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র প্রধানের

Mysepik Webdesk: ইতিমধ্যেই ভারত বাংলাদেশ-সহ ভারতের প্রায় ২১টি প্রতিবেশী দেশে এবার পাঠানো হতে চলেছে করোনার টিকা। কোভিশিল্ড ও কোভ্যাক্সিন, এই দু’ধরণের টিকাই পাঠানো হবে বলে জানা গিয়েছে। বাংলাদেশ ছাড়াও ওমান, মঙ্গোলিয়া, মায়ানমার, বাহরিন, মরিশাস, ফিলিপিন্স, মালদ্বীপের মতো দেশগুলোতেও পাঠানো হচ্ছে এই টিকা। এর মাঝেই ভ্যাকসিন চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন সুদূর ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র ডোমিনিকান রিপাবলিকের প্রধানমন্ত্রী রুজভেল্ট স্কেরিট। কোভিড টিকার ৭০ হাজার ডোজ চেয়েছেন তিনি।
আরও পড়ুন: শপথগ্রহণের আগে আবেগঘন বক্তব্য রাখলেন জো বাইডেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে তিনি জানান, ডোমিনিকায় ৭২ হাজার মানুষের বাস। তাঁদেরও টিকার প্রয়োজন রয়েছে। আর সেই কারণেই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ডের ৭০ হাজার ভ্যাকসিন তাদের প্রয়োজন। তিনি আরও জানান, ডোমিনিকা রিপাবলিক উন্নয়নশীল একটি দেশ। তাই এত দ্রুত টিকা তৈরি করা তাদের পক্ষে সম্ভব হয়নি। একটি তহবিল তৈরি করে তারা সেখান থেকে টাকা দিয়ে অন্যদেশ থেকে ভ্যাকসিন কিনবে। প্রসঙ্গত, শুধু ডোমিনিকান রিপাবলিক নয়, ভারতের কাছ থেকে টিকা চেয়ে মোদিকে চিঠি দিয়েছিল ব্রাজিলও।